shono
Advertisement

৪১ টাকা অ্যাকাউন্টে, তাই নিয়েই বিলাসবহুল হোটেলে ১৫ দিন কাটিয়ে ছ’লক্ষ বিল তরুণীর!

তরুণীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ হোটেল কর্তৃপক্ষ।
Posted: 05:32 PM Jan 31, 2024Updated: 05:32 PM Jan 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চমকে দেওয়া কাণ্ড। দিল্লির এক অভিজাত হোটেলকে ঘোল খাওয়ালেন ঝাঁসি রানি! ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোটে ৪১ টাকা, তবু ১৫ দিন বিলাসবহুল হোটেল কাটিয়ে প্রায় ছ’লক্ষ টাকা বিল করলেন তরুণী। ভুয়ো পরিচয় দিয়ে হোটেলের যাবতীয় সুবিধা নেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। প্রতারণা করে পালানোরও মতলব করেছিলেন তিনি । যদিও শেষ মুহূর্তে ঘটনা অন্য দিকে মোড় নেয়।

Advertisement

আসলে অভিযুক্ত তরুণীর নাম ঝাঁসি রানি স্যামুয়েল। তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। সম্প্রতি দিল্লি বিমানবন্দরের কাছে একটি বিলাসবহুল হোটেলে ওঠেন। সেখানে ১৫ দিন কাটান। দিল্লি পুলিশ জানিয়েছে, ইশা দাভে নামে ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে হোটেলের স্পা পরিষেবা নেন। যার বিল হয় ২ লক্ষ ১১ হাজার ৭০৮ টাকা। পাশাপাশি ১৫ দিন হোটেলে কাটানোর পর মোট ৫ লক্ষ ৮৮ হাজার ১৭৬ টাকার বিল হয় তরুণীর।

 

[আরও পড়ুন: হেমন্তকে ‘পালাতে’ সাহায্য কেজরির! ‘চোরে চোরে মাসতুতো ভাই’, তোপ বিজেপির]

মোটা অঙ্কের ওই বিল মেটাতে গিয়েই ধরা পড়ে যান। ঝাঁসি অনলাইন অ্যাপের মাধ্যমে বিল মেটানোর চেষ্টা করেন। কিন্তু ব্যাঙ্কে টাকা না থাকায় বার বার তা বাতিল হয়ে যায়। তখনই দেখা যায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে মোটে ৪১ টাকা। ওই টাকা নিয়ে কীভাবে অভিজাত হোটেলে উঠলেন তিনি? তাহলে কি প্রতারণা করে পালানোই উদ্দেশ্য ছিল? হোটেল কর্তৃপক্ষের অভিযোগে তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে জেরা করা হচ্ছে। এদিকে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তরুণী দাবি করেন, তিনি পেশায় চিকিৎসক। এমনকি তাঁর স্বামীও একই পেশার সঙ্গে যুক্ত। সত্য উদঘাটনে তদন্ত চালাচ্ছে পুলিশ।

 

[আরও পড়ুন: নতুন সংসদ ভবনে প্রথম সম্ভাষণ, রাষ্ট্রপতি মুর্মুর মুখে রামমন্দির থেকে তিন তালাক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার