সুব্রত বিশ্বাস ও অরিজিৎ গুপ্ত: বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের ভয়াবহ পরিণতি। হাওড়া স্টেশন চত্বরে মহিলাকে ছুরির আঘাত। হাওড়া হাসপাতালে প্রাণহানি মহিলার। গুরুতর আহত অবস্থায় হামলাকারী ভর্তি হাসপাতালে।
হামলাকারী মুঙ্গেশ যাদব পেশায় ব্যবসায়ী। মুম্বইয়ের বাসিন্দা তিনি। বেশ কয়েক বছর আগে কর্মসূত্রে মুম্বইতে যান রিভু বিশ্বাস। উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা রিভু দুই সন্তানের মা। রিভুর স্বামী টিঙ্কু বিশ্বাসের দাবি, মুঙ্গেশের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান ওই তরুণী। জানা গিয়েছে, মুঙ্গেশের কাছ থেকে দুদফায় ১০ লক্ষ টাকা নিয়েছেন রিভু। দিনকয়েক আগে মুঙ্গেশ তাঁদের বাড়িতে আসে। রিভু, তাঁর স্বামী ও সন্তানদের সঙ্গে ছিলেন মুঙ্গেশ। বুধবার মুম্বই ফিরে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। স্বামীকে সঙ্গে নিয়ে স্টেশনে ছাড়তে যান রিভু। অভিযোগ, হাওড়া স্টেশনের মালগুদাম চত্বরের বাইরে বচসা হয় রিভু ও মুঙ্গেশের। তর্কাতর্কির মাঝে মুঙ্গেশ পকেট থেকে একটি ছুরি বের করে। অভিযোগ, রিভুর পেটে ঢুকিয়ে দেয় ছুরি। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা জড়ো হয়ে যান। তাঁদের দিকে ছুরি হাতে তেড়ে যায় হামলাকারী।
হামলাকারী মুকেশ যাদব
[আরও পড়ুন: ফের মেট্রোয় আত্মহত্যা, অফিস টাইমে বিঘ্নিত যাত্রী পরিষেবা]
নিজের স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে থাকতে দেখে মাথার ঠিক রাখতে পারেননি রিভুর স্বামী। অভিযোগ, লোহার রড হাতে মুঙ্গেশের মাথায় আঘাত করেন তিনি। তাতে জখম হন ওই ব্যক্তি। তড়িঘড়ি রিভু এবং তাঁর হামলাকারী প্রেমিককে উদ্ধার করা হয়। হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। বেশ কিছুক্ষণ চিকিৎসার পর রিভুর মৃত্যু হয়। হামলাকারীর শারীরিক অবস্থাও সংকটজনক বলেই খবর। ওই হাসপাতালে আপাতত চিকিৎসাধীন তিনি। গোলাবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ।