shono
Advertisement

প্রেমিকের টানে দক্ষিণ কোরিয়া থেকে ছুটে এলেন ভারতে! গুরুদ্বারে বিয়ে সারলেন তরুণী

পাঞ্জাবি গানে মজে রয়েছেন নববধূ।
Posted: 04:44 PM Aug 21, 2023Updated: 04:44 PM Aug 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের টানে সীমান্ত পেরনোর তালিকায় আরেকটি সংযোজন। সুদূর দক্ষিণ কোরিয়া (South Korea) থেকে ছুটে এসে ভারতীয় প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন এক তরুণী। ধুমধাম করে শিখ রীতি মেনে বিয়ে করেন তাঁরা। আপাতত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফার্মহাউসেই সংসার পেতেছেন নবদম্পতি। হিন্দি ভাষা না জানলেও পাঞ্জাবি গানে মজে রয়েছেন সদ্য বিবাহিত দক্ষিণ কোরিয়ার তরুণী।

Advertisement

জানা গিয়েছে, ২৭ বছর বয়সি তরুণীর নাম কিম বোহ-নি। বছর চারেক আগে দক্ষিণ কোরিয়ার একটি কফি শপের বিলিং কাউন্টারে কাজ করতেন তিনি। সেখানেই কাজ শুরু করেন উত্তরপ্রদেশের যুবক সুখজিৎ সিংও। কফি শপ থেকেই একে অপরকে মন দেওয়া। মনের মানুষ কিমের সঙ্গে কথা বলতে কোরিয়ান ভাষাও শিখে ফেলেন সুখজিৎ। প্রায় চার বছর ধরে দক্ষিণ কোরিয়ার বুসানে লিভ ইন সম্পর্কে ছিলেন তাঁরা। 

[আরও পড়ুন: চাঁদের দেশে আলো নিয়ে নামছে চন্দ্রযান, ফেসবুকে সরাসরি দেখতে পাবে গোটা দেশ]

কিন্তু মাস ছয়েকের জন্য ভারতে ফিরে আসতে হয় সুখজিৎকে। প্রেমিককে ছেড়ে আর থাকতে পারেননি কিম। দু’মাস পরেই ভারতে চলে আসেন তিনি। অবেশেষে গত সপ্তাহে উত্তরপ্রদেশের একটি গুরুদ্বারে বিয়ে সেরে ফেলেন দু’জনে। একেবারে ভারতীয় সাজে ঝলমল করছিলেন দক্ষিণ কোরিয়ার কনে। শিখ রীতি মেনেই একে অপরের সঙ্গে জীবন কাটানোর প্রতিজ্ঞা করেন সুখজিৎ-কিম। আপাতত উত্তরপ্রদেশে সুখজিতের ফার্মহাউসে সংসার পেতেছেন তাঁরা।

ভারতে এসে কেমন লাগছে নববধূর? সুখজিৎ জানাচ্ছেন, “ভারতীয় সংস্কৃতি খুব ভাল লাগছে ওর। বিশেষ করে পাঞ্জাবি গান। এখানকার ভাষা ও জানে না, কিন্তু স্থানীয় গানবাজনা খুব পছন্দ করে। তবে এখানে সবকিছুই ওর কাছে নতুন।” আপাতত তিন মাসের ভিসা নিয়ে ভারতে এসেছেন কিম। তারপরে ফিরে যাবেন নিজের দেশে। সেখানেই পাকাপাকিভাবে থাকার পরিকল্পনা করেছেন নবদম্পতি। তবে মাঝেমাঝেই ভারতে আসবেন তাঁরা। 

[আরও পড়ুন: পানীয় চাওয়ার নামে বিমানসেবিকার গায়ে হাত! যৌন হেনস্তার দায়ে গ্রেপ্তার ইন্ডিগোর যাত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার