shono
Advertisement

শৌচাগারে প্রসব, সদ্যোজাতকে আবর্জনায় ফেলে দিল মা

মায়ের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করা হতে পারে। The post শৌচাগারে প্রসব, সদ্যোজাতকে আবর্জনায় ফেলে দিল মা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:54 PM Dec 25, 2016Updated: 10:24 AM Dec 25, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শৌচাগারে মধ্যেই সন্তানের জন্ম দিলেন৷ ফের সদ্যোজাতকে আবর্জনার বাক্সে ফেলে পালানোর চেষ্টা করলেন মা৷ তবে এঘটনা এদেশের কোথাও নয়৷ মার্কিন মুলুকে ওয়ালমার্টের শৌচাগারে৷ ওয়ালমার্টেরই এক কর্মী শিশুটিকে আবর্জনার বাক্স থেকে উদ্ধার করেন৷ জানা যায়, মাত্র ৪ ঘণ্টা আগেই জন্ম হয়েছে ওই শিশুর৷ যদিও পরে খোঁজ মেলে শিশুর মায়েরও৷ ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যে ৭টার পর৷

Advertisement

নিউ রোডস পুলিশের তরফে  জানানো হয়েছে শিশুটির মাকে দুপুর ৩টের দিকে শৌচাগারে ঢুকতে দেখা যায়৷ অত্যাধিক  রক্তপাত হওয়ায় ওয়ালমার্টের এক কর্মীকে তিনি জানান তাঁর ঋতুস্রাব সংক্রান্ত সমস্যার জন্য এটা হচ্ছে৷ এরপর ওই কর্মীই তাঁকে টিস্যুপেপার ও তোয়ালে দেন৷ ওই কর্মী শৌচাগারের সামনে বেশ কিছুক্ষণ অপেক্ষাও করেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে ওই মহিলা ভিতরে  প্রসব করেছেন৷ অনেক পরে ওই মহিলা তার সদ্যোজাতকে মুড়ে আবর্জনার বাক্সয় ফেলে চুপিসারে বেড়িয়ে যান৷ তারও পরে শৌচাগার পরিস্কার করতে গিয়ে একজন আবর্জনার বাক্স থেকে শিশুটিকে উদ্ধার করেন৷ শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়৷ সে এখন সুস্থ আছে বলে জানা গিয়েছে৷

ওয়ালমার্ট চত্ত্বর থেকেই উদ্ধার করে শিশুটির মাকেও অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়৷ তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ৷

The post শৌচাগারে প্রসব, সদ্যোজাতকে আবর্জনায় ফেলে দিল মা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement