চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: পুজোর মাঝেই অঘটন। রক্ত ঝরল মুর্শিদাবাদে (Murshidabad)। আম বাগানে গাছ কাটার প্রতিবাদ করায় মহিলা প্রতিবাদীকে কুড়ুলের কোপ মেরে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকার আলু গ্রাম গ্রাম পঞ্চায়েতের কড়াইল গ্রামে।
এলাকার বাসিন্দারা আহতকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করে নেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা আরও অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করে। সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
[আরও পড়ুন: ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ব্যবসায়ীকে ‘অপহরণ’, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার]
পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম গেড়ি বিবি(৬০)। বাড়ি ভরতপুর থানার কড়াইল গ্রামে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, গ্রামেরই বাসিন্দা পিয়ারুল শেখ এদিন বিকেলে গেড়ি বিবির আম বাগানে গাছের ডাল কাটছিল। প্রথমে ওই মহিলার ছেলে মণিরুল শেখ তাঁকে বাধা দেন। পরে গেড়ি বিবিও বাধা দেয়। দুজনকেই পিয়ারুল শেখ কুড়ুলের কোপ মারে বলে অভিযোগ। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। পুলিশ ইতিমধ্যেই পিয়ারুলের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে।