shono
Advertisement

চাকরি ফেরাতে অফিসের ছাদে উঠে এ কী কাণ্ড করলেন তরুণী!

কেন চাকরি হারিয়েছিলেন ওই তরুণী? The post চাকরি ফেরাতে অফিসের ছাদে উঠে এ কী কাণ্ড করলেন তরুণী! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:24 PM May 29, 2019Updated: 09:26 PM May 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শোলে’ দেখেছেন নিশ্চয়ই৷ ওই ছবিতে বাসন্তীর মন পেতে কী-ই না করেছিল বীরু৷ একটি দৃশ্যে দেখা গিয়েছিল জলের ট্যাঙ্কের উপর উঠে পড়েছিল বীরু৷ বাসন্তীর সঙ্গে বিয়েতে মাসি রাজি না হওয়ায় আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল সে৷ চাপে পড়ে বিয়েতে রাজি হয়ে যায় মাসি৷ রিল লাইফের সেই ঘটনারই সাক্ষী রইল গুরুগ্রাম৷ চাকরি চলে যাওয়ার পর অফিসের ছাদে উঠে আত্মহত্যার হুমকি দিলেন এক তরুণী৷ ছবিতে বিয়ের অনুমতি পেয়েছিল বীরু৷ বাস্তবে তরুণী ফিরে পেলেন চাকরি৷

Advertisement

[ আরও পড়ুন: বিদ্বেষের শিকার মুম্বইয়ের দলিত চিকিৎসক পায়েল, তদন্তে মিলছে ইঙ্গিত]

গুরুগ্রামের সেক্টর ১৮-র একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন ওই তরুণী৷ কর্তৃপক্ষের দাবি, কাজ ঠিকমতো পারছেন না তিনি৷ বারবার সেকথা ওই তরুণীকে তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে৷ কিন্তু লাভ কিছুই হয়নি৷ পরিবর্তে কাজের নাকি মান পড়ে গিয়েছিল তাঁর৷ বাধ্য হয়ে ওই তরুণীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়৷ সংস্থার সিদ্ধান্তে মন খারাপ হয়ে গিয়েছিল তাঁর৷ বরখাস্তের চিঠি হাতে নিয়ে দৌড়ে অফিসের ছাদে চলে যান তরুণী৷ সহকর্মীরা খেয়াল করেননি৷ আচমকাই তাঁদের কানে আসে ছাদের পাঁচিলে উঠে পড়েছেন কর্মহীন তরুণী৷ আত্মহত্যা করবেন বলেও ভেবে ফেলেছেন৷ নিচে ততক্ষণে জড়ো হয়ে গিয়েছেন অনেকেই৷ সকলেই বারবার বলছেন তাঁকে নেমে আসতে৷ কিন্তু তরুণী নিজের সিদ্ধান্তে অনড়৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরাও৷ তাঁকে নামিয়ে আনার জন্য তরুণীর দিতে এগোতে থাকেন পুলিশকর্মীরা৷ চাকরি না ফেরালে নামবেন তো না-ই পরিবর্তে আত্মহত্যা করবেন বলেই সাফ জানিয়ে দেন৷

[ আরও পড়ুন: অসুস্থতার জন্য মোদির মন্ত্রিসভা থেকে সরলেন জেটলি, অর্থমন্ত্রকে কে?]

পুলিশের মাধ্যমে তরুণীর কাণ্ডকারখানার কথা জানতে পারেন ওই সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা৷ প্রথমে বিরক্ত হন তাঁরা৷ যদিও পরে তরুণীর মুখ চেয়ে আবারও চাকরি ফেরত দেওয়া যায় কি না তা নিয়ে আলোচনায় বসেন৷ বৈঠকের পর সকলেই তরুণীর চাকরি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন৷ বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়, একথা জানতে পেরে ছাদের পাঁচিল থেকে নেমে আসেন তরুণী৷ আবারও কাজে যোগ দিয়েছেন তিনি৷

তরুণীর কাণ্ডকারখানা দেখে অবাক হয়েছেন সকলেই৷ চাকরি চলে যাওয়ার পর এভাবেও যে তা ফিরিয়ে আনা সম্ভব, সেটাই যেন বিশ্বাস করতে পারছেন না কেউ৷

The post চাকরি ফেরাতে অফিসের ছাদে উঠে এ কী কাণ্ড করলেন তরুণী! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার