shono
Advertisement

হিরের আংটি চুরি করেও পরা হল না, ধরা পড়ার ভয়ে কমোডেই ফেলে দিলেন মহিলা!

কমোড থেকে ৩০ লাখ টাকার আংটি উদ্ধার করেছে পুলিশ।
Posted: 01:51 PM Jul 04, 2023Updated: 03:42 PM Jul 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্লারে কাজ করতেন। দামি হিরের আংটি কেনার সামর্থ্য ছিল না। তাই চুরির পথ বেছে নিলেন এক কর্মী। কিন্তু চুরি করেই ধরা পড়ার আশঙ্কায় ভুগছিলেন। পুলিশে যেন ধরা না পড়েন, সেই ভয়ে চুরি করা হিরের আংটি সটান কমোডে ফেলে দিলেন। তবে শেষরক্ষা হল না। অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন। কমোড থেকে উদ্ধার হল চোরাই আংটিও। হিরের আংটি (Diamond Ring) চুরির দায়ে পার্লারের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের (Hyderabad) একটি পার্লারে। সোমবার সেখানে হেয়ার রিমুভাল করাতে গিয়েছিলেন এক মহিলা। সেখানেই তাঁর হাতে থাকা হিরের আংটি খুলে রাখতে বলেন পার্লারের এক মহিলা কর্মী। সেই মতোই আংটি খুলে রেখে পার্লারের কাজ মিটিয়ে বাড়ি ফিরে যান ওই মহিলা। তারপরেই বুঝতে পারেন, তাঁর আংটি খোয়া গিয়েছে। পার্লারে অভিযোগ জানালেও আংটির সন্ধান মেলেনি।

[আরও পড়ুন: তালিকায় নাম থাকা সত্ত্বেও বিশেষ কারণে কাটোয়ার প্রচারে যাচ্ছেন না সায়নী]

শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশে খবর দেন ওই মহিলা। পার্লারে এসে তল্লাশিও শুরু করে পুলিশ। কিন্তু তখনও আংটি পাওয়া যায়নি। সন্দেহের বশে পার্লারের কর্মীদের জেরা করতে শুরু করে পুলিশ। তখনই জানা যায়, পার্লারেরই এক মহিলা কর্মী ওই আংটি চুরি করেছেন। জেরার মুখে ওই কর্মী স্বীকার করেন, আংটি চুরি করে নিজের পার্সে রেখেছিলেন।

আংটি ফেরত চাইতেই আরও বড় চমক! ওই মহিলা জানান, ধরা পড়ার ভয়ে হিরের আংটি কমোডে ফেলে দিয়েছেন। বাধ্য হয়েই প্লাম্বারের সাহায্য নিতে হয় পুলিশকে। পার্লারের পাইপলাইন খুলে সেই আংটি উদ্ধার করে মালকিনের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, হিরের ওই আংটির দাম ৩০ লক্ষ ৬৯ হাজার টাকা।

[আরও পড়ুন: ‘করমণ্ডলের ধাঁচে আবার দুর্ঘটনা ঘটবে’, হুমকি দিয়ে চিঠি রেলের দপ্তরে]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার