shono
Advertisement

যাঁকে দেখে তৈরি শাহরুখের ‘স্বদেশ’, মার্কিন মুলুকে তিনিই নিগৃহীতা

৩০ বছর আমেরিকায় বাসের পর সেদেশে থাকার বৈধতা নিয়ে পুলিশের প্রশ্নের মুখে ভারতীয় বংশোদ্ভূত মহিলা৷ The post যাঁকে দেখে তৈরি শাহরুখের ‘স্বদেশ’, মার্কিন মুলুকে তিনিই নিগৃহীতা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:18 PM Jan 29, 2017Updated: 08:48 AM Jan 29, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের জীবন থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছিল শাহরুখ অভিনীত ‘স্বদেশ’৷ সেই পিল্লালামারি দম্পতিই হেনস্তার শিকার হলেন মার্কিন মুলুকে৷ তিরিশ বছর ধরে আমেরিকায় বাস করার পর রবি পিল্লালামারির স্ত্রীর থাকার বৈধতা নিয়ে জেরা করল মার্কিন পুলিশ৷

Advertisement

জন্মসূত্রে ভারতীয় হলেও এখন পাকাপাকিভাবে আমেরিকারই বাসিন্দা রবির স্ত্রী অরবিন্দা পিল্লালামারি৷ রয়েছে সেই প্রমাণপত্রও৷ কিন্তু সকালে নিজের বাড়ির সংলগ্ন এলাকায় ‘মর্নিং ওয়াক’ করতে যাওয়ার সময় তা আর সঙ্গে রাখার প্রয়োজন বোধ করেননি ৪৭ বছরের মহিলা৷ কারণ তিনি স্বপ্নেও ভাবতে পারেননি, যে স্থানে এত বছর ধরে থাকছেন সেই স্থানেই তাঁর থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলবে পুলিশ৷ সাত সকালে দেখতে চাইবে তাঁর বৈধ পরিচয়পত্র৷

ট্রাম্পকে পাল্টা, মার্কিন বাসিন্দাদের প্রবেশে নিষেধাজ্ঞা ইরানের

জানুয়ারি মাসের ২১ তারিখে এই ঘটনা ঘটে আমেরিকার মেরিল্যান্ডের বাসিন্দা অরবিন্দার সঙ্গে৷ এই বিষয়ে টাউন মেম্বার্সদের বোর্ড মিটিংয়ে অভিযোগ জানান তিনি৷ অরবিন্দা জানান, পুলিশকর্মীর দাবি ছিল প্রতিবেশীরা নাকি তাঁর বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল পুলিশের কাছে৷ এই অজুহাতে তাঁকে বেশ কিছুক্ষণ জেরা করা হয়৷ শেষে মেশিনের মাধ্যমে তাঁর বৈধ পরিচয় পেয়ে ছেড়ে দিতে বাধ্য হয়৷ ৪৭ বছরের ভারতীয় বংশোদ্ভূতর দাবি, তাঁর গায়ের রং বাদামী বলেই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকে৷ অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় পুলিশ চিফ চার্লস মুর৷ তাঁর কথায়, জাতীয়তা নিয়ে প্রশ্ন তোলাটা অন্যায্য কাজ হয়েছে৷ তবে বর্ণবিদ্বেষমূলক কোনও কাজ করা হয়নি৷

ট্রাম্পের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ আদালতের

The post যাঁকে দেখে তৈরি শাহরুখের ‘স্বদেশ’, মার্কিন মুলুকে তিনিই নিগৃহীতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement