অর্ণব দাস, বারাকপুর: গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ। ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার পানিহাটি এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। প্রসঙ্গত, মঙ্গলবার রাতেই ওই এলাকার কাছেই কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর ট্রলি ব্যাগের মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। তার জেরে আরও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পানিহাটি এলাকার গঙ্গার ধারে কচুরিপানার মধ্যে কিছু একটা ভাসতে দেখা যায়। কোনও একটি দেহ সেখানে রয়েছে, তেমনই অনুমান করে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়রা ভিড় করেন ওই জায়গায়। খড়দহ থানার পুলিশ সেখানে গিয়ে জল থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে। মাঝবয়সী ওই মহিলা স্থানীয় নন বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। মুখ, ঘাড়-সহ শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
ওই মহিলাকে কি খুন করা হয়েছে? খুনের পর নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে? জলে ভেসে অন্য কোথাও থেকে মৃতদেহ সেখানে এসে পানায় আটকে গিয়েছে? সেসব প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে। মৃতদেহে পচন ধরেনি বা জলে খুব একটা ফুলেও যায়নি বলে খবর। তদন্তকারীরা মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। তারপরই বোঝা যাবে, বিষয়টি খুন নাকি অন্য কিছু। ওই মহিলার পরিচয় জানতে আশপাশের থানাতেও বার্তা পাঠানো হয়েছে।