shono
Advertisement

ঘোমটা দিয়ে মুখ ঢাকার দিন শেষ, দীর্ঘদিনের প্রথা বাতিলের পথে রাজস্থান সরকার!

রাজস্থান সরকারের সিদ্ধান্তের বিরোধিতা কর্ণি সেনার। The post ঘোমটা দিয়ে মুখ ঢাকার দিন শেষ, দীর্ঘদিনের প্রথা বাতিলের পথে রাজস্থান সরকার! appeared first on Sangbad Pratidin.
Posted: 03:56 PM Nov 06, 2019Updated: 03:57 PM Nov 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারীর ক্ষমতায়ন নিয়ে হাজার কথা বলা হলেও দেশের বেশ কিছু অংশে এখনও মেয়েদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবেই বাঁচতে হয়। হিন্দি বলয়ের একাধিক রাজ্যে এখনও সমানভাবে প্রচলিত ‘ঘুঙ্ঘট’ অর্থাৎ ঘোমটা টানার প্রথা। যেখানে মহিলাদের বাড়ির বাইরে বেরতে হলে বা পরপুরুষের সঙ্গে কথা বলতে হলে এখনও লম্বা ঘোমটা দিয়ে মুখ ঢেকে বেরতে হয়। এবার হয়তো রাজস্থান সরকার দীর্ঘদিনের এই প্রথা বাতিল করতে চলেছে। এমনই ইঙ্গিত দিলেন খোদ মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

Advertisement


বুধবার জয়পুরে আয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠানে গিয়ে ঘোমটা প্রথা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সময় অনেক বদলে গিয়েছে। কিন্তু, এখনও গ্রামে গঞ্জে দেখা যায় মেয়েরা লম্বা ঘোমটায় মুখ ঢেকে রাখেন। একটা মহিলাকে ঘোমটায় ঢেকে রাখলে কী লাভ হয় আমি বুঝি না। যতদিন এই ঘোমটা প্রথা থাকবে মেয়েরা উন্নতি করতে পারবে না।”

[আরও পড়ুন: এবার নেহেরু মেমোরিয়ালকেও কংগ্রেস মুক্ত করার উদ্যোগ! কেন্দ্রের নির্দেশিকায় বিতর্ক]

রাজস্থানের মুখ্যমন্ত্রী আরও বলেন, “আজ নারী অনেক শক্তিশালী। ওঁদের সমাজে পরিবর্তন আনার ক্ষমতা আছে। আধুনিক সমাজে নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা শক্তিশালী হয়ে এগিয়ে যান, রাজ্য সরকার আপনাদের সঙ্গে আছে।” অশোক গেহলট জানিয়ে দিয়েছেন, বাল্যবিবাহ এবং শিশুকন্যাদের বিরুদ্ধে অপরাধ দমনেও তাঁর সরকার উদ্যোগী। তিনি বলেন, রাজস্থান সরকার মহিলাদের বিরুদ্ধে অপরাধ দমনের জন্য আলাদা করে এক শীর্ষস্তরের আধিকারিককে নিয়োগ করেছে। আমরা মহিলাদের পাশে থাকতে বদ্ধপরিকর।

[আরও পড়ুন: মহারাষ্ট্রে সরকার গড়বে বিজেপি-শিব সেনাই! পিছিয়ে এলেন শরদ পওয়ার]

এদিকে, গেহলটের ঘোমটা প্রথা নিয়ে এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে রাজপুত কর্ণি সেনা। তাদের দাবি, ঘোমটা প্রথা রাজপুত হিন্দুদের ঐতিহ্য। তা কোনওভাবেই তাঁরা বাতিল করতে দেবেন না। স্থানীয় বিজেপি নেতারাও কংগ্রেস সরকারের এই উদ্যোগকে ভাল চোখে দেখছেন না। তাঁরা বলছেন, যদি ঘোমটা প্রথা বাতিল করতে হয়, তাহলে মুসলিমদের বোরখাও বাতিল করতে হবে। যদিও, সমাজসেবীরা কংগ্রেস সরকারের এই উদ্যোগকে সাধুবাদ দিচ্ছেন।

The post ঘোমটা দিয়ে মুখ ঢাকার দিন শেষ, দীর্ঘদিনের প্রথা বাতিলের পথে রাজস্থান সরকার! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement