স্টাফ রিপোর্টার : এখনও পর্যন্ত টুর্নামেন্টে বিধ্বংসী ক্রিকেট উপহার দিয়েছে ভারতীয় দল। সেমিফাইনালে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছিলেন হরমনপ্রীত কউররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে নামার আগে স্বাভাবিকভাবেই বেশ আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া (India Women's Cricket Team)। তবে একইসঙ্গে সতর্কও। কারণ প্রতিপক্ষ হিসাবে শ্রীলঙ্কা তুলনায় কম শক্তিশালী হলেও, সেমিফাইনালে তারাও দুরন্ত ক্রিকেট উপহার দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ফাইনালে উঠেছে তারা।
তবে ভারতের সবচেয়ে বড় সুবিধে হল, টিমের সবাই ছন্দে। শেফালি ভার্মা প্রায় সব ম্যাচেই রান করে চলেছেন। সেমিতে স্মৃতি মান্ধানা দারুণ ব্যাটিং করেন। একই রকম ছন্দে বোলাররাও। তাছাড়া এশিয়া কাপে ভারতীয় টিমের যা পরিসংখ্যান, তাতে ফাইনালে হরমনপ্রীতদের টিমকে ফেভারিট হিসেবেই দেখা হচ্ছে। এমনিতে ডাম্বুলার পিচ বেশ স্লো। পরের দিকে আরও স্লো হয়ে উইকেট। টস জিতলে যে কোনও টিম চাইবে আগে ব্যাটিং করে নিতে।
[আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় টিম ইন্ডিয়ার, ভারতীয় ক্রিকেটে শুরু গম্ভীর যুগ]
এশিয়া কাপের (Women's Asia Cup 2024) গ্রুপ পর্বে সব ম্যাচই জিতেছে ভারতীয় দল। শুধু জিতেছে বললে কম বলা হবে, প্রতি ম্যাচেই বিপক্ষকে উড়িয়ে দিয়েছেন হরমনপ্রীতরা। শ্রীলঙ্কার মেয়েদের পরিসংখ্যানও কম যাচ্ছে না। তাঁরাও তিনটি ম্যাচ জিতেই সেমিফাইনালে উঠছে। পাকিস্তানের সঙ্গে প্রায় হারতে থাকা ম্যাচ ছিনিয়ে এনেছে। যেটা তাঁদের নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস দেবে। দুরন্ত ফর্মে আছেন চামারি আতাপাত্তু। পাকিস্তানের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। রাধা যাদব, রেণুকা সিংরা তাঁকে কীভাবে আটকান সেদিকেও নজর থাকবে।
[আরও পড়ুন: বিতর্ক অব্যাহত প্যারিস অলিম্পিকে, চুরি গেল ব্রাজিল কিংবদন্তি জিকোর কোটি কোটি টাকার সামগ্রী]
তবে এই টুর্নামেন্টে সব সময়ই এগিয়ে থেকেছে ভারত। প্রতিবারই ফাইনালে উঠেছে। অন্যদিকে শ্রীলঙ্কা ৫ বারের রানার্স। এবং প্রতিবারই হার মানতে হয়েছে ভারতের কাছে। এখনও পর্যন্ত ৭ বার এশিয়া কাপ জিতেছে ভারতীয় টিম। রবিবার পরিসংখ্যানটা আরও সমৃদ্ধ হয় কি না, সেটাই দেখার।