shono
Advertisement
Women's T20 World Cup

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ বাংলাদেশ

৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
Published By: Krishanu MazumderPosted: 04:04 PM Aug 12, 2024Updated: 07:01 PM Aug 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women's T20 World Cup) হওয়ার কথা বাংলাদেশে। কিন্তু সেই দেশ এখন অশান্ত। এমন অবস্থায় মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সরে যেতে পারে অন্যত্র। এই পরিস্থিতিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য রাষ্ট্রসংঘের কাছে আবেদন করবে।
বাংলাদেশ অশান্ত। এই অবস্থায় ইংল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তাদের নাগরিকদের বাংলাদেশে যেতে নিষেধ করেছে। আর তার ফলেই বাংলাদেশে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ফের ঘরোয়া ক্রিকেটে রোহিত-কোহলি! দলীপ ট্রফিতে খেলবেন মহাতারকারা, বিশ্রামে বুমরাহ]


৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। উল্লেখ্য, বিশ্বকাপ আয়োজন করতে চেয়ে ইতিমধ্যেই দেশের সেনাপ্রধানকে বোর্ডের তরফে চিঠি দেওয়া হয়েছে। এবার রাষ্ট্রসংঘের দ্বারস্থ হতে চলেছে বাংলাদেশ।
এদিকে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, ''কয়েকটি দেশের আসার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলব। আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে কথা বলব। তিনি ক্রীড়াপ্রেমী।''
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন দেশত্যাগ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজ কে চালাবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আসিফ বলেছেন, ''বিসিবি প্রেসিডেন্টের খোঁজ নেই। প্রেসিডেন্টকে গুরুদায়িত্ব পালন করতে হয়। কিন্তু তিনিই তো অনুপস্থিত। বিসিবি স্বয়ংশাসিত সংস্থা। আমরা কোনও সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না।''

[আরও পড়ুন: পদক দিল মিলিয়ে! মনু-নীরজ সাক্ষাতে নয়া রয়াসন খুঁজছে নেটপাড়া, ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা বাংলাদেশে।
  • কিন্তু সেই দেশ এখন অশান্ত।
  • এমন অবস্থায় মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সরে যেতে পারে অন্যত্র।
Advertisement