সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা মেক্সিকোতে। চলন্ত ট্রেনের সামনে পড়ে কার্যত গুঁড়িয়ে গেল যাত্রীবোঝাই দোতলা বাস। মর্মান্তিক এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ৬১ জন। জানা যাচ্ছে, রেলের সিগন্যাল না মেনে লাইন পার করার সময় এই দুর্ঘটনা ঘটেছে। হাড়হিম সেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ১১৫ কিলোমিটার আটলাকোমুলকো শহরে এই দুর্ঘটনা ঘটেছে। যে ১০ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ৭ জন মহিলা ও ৩ জন পুরুষ। যে ৬১ জন আহত হয়েছেন তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এবং হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর রেলের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে, যেখানে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে চালকদের কাছে অনুরোধ করা হয়েছে, রাস্তার সিগন্যাল মেনে চলার। এবং রেল ক্রসিংগুলিতে বিশেষ সতর্ক থাকার।
এদিকে দুর্ঘটনার যে ভিডিও সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, ব্যস্ত রাস্তায় হঠাৎ রেললাইন পেরিয়ে যাওয়ার চেষ্টা করছে একটি দোতলা বাস। সেই মুহূর্তে লাইন ধরে আসা একটি মালগাড়ি বাসটিতে ধাক্কা মেরে ট্রেনের সঙ্গে বহুদূর পর্যন্ত ছেঁচড়ে নিয়ে যায়। ট্রেনের ধাক্কায় কার্যত দুমড়ে মুচড়ে যায় বাসটি। মর্মান্তিক সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
উল্লেখ্য, লাতিন আমেরিকায় প্রায়শই বড় বাস দুর্ঘটনার ঘটনা ঘটে। মেক্সিকো প্রশাসনের রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালে মোট ১২,০৯৯টি দুর্ঘটনা ঘটেছে, যার ফলে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। ৬,৪০০ জন আহত হয়েছেন এবং প্রায় ১,৯০০ জন মারা গেছে। গত ফেব্রুয়ারিতে, দক্ষিণ মেক্সিকোর পর্যটন শহর কানকুন থেকে তাবাসকোগামী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে আগুন ধরে যায় বাসে। ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।
