সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক'দিন আগে হংকংয়ের বহুতলে অগ্নিকাণ্ডে ১৬০ জনের মৃত্যু হয়েছিল। এবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা ভবনে আগুন লাগার ঘটনায় অন্তত ২০ জন মৃত্যু হয়েছে বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। আগুন লাগার খবর পাওয়ামাত্র উদ্ধারকাজে নামে দমকল বাহিনী। ইতিমধ্যে আগুন নেভানো গিয়েছে বলেই জানা গিয়েছে। তবে ধ্বংস্তূপে এখনও অনেকে আটকে রয়েছে বলেই অনুমান। বাড়তে পারে মৃতের সংখ্যা।
জাকার্তা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভবনটি টেরা ড্রোন ইন্দোনেশিয়ার কার্যালয়। এই প্রতিষ্ঠানটি খনি থেকে কৃষিখেত, বিভিন্ন ক্ষেত্রে আকাশপথে তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণে ড্রোন সরবরাহ করে। জাপানি ড্রোন প্রতিষ্ঠান টেরা ড্রোন কর্পোরেশনের ইন্দোনেশিয়ার শাখা। শুরুতে আগুন লাগে ভবনটির উপরের একটি তলে। এরপর তা অন্য তলেও ছড়িয়ে পড়ে। দমকল পৌঁছানোর আগেই আগুনে পুড়ে এবং ধোঁয়ায় দমবন্ধ হয়ে অনেকের মৃত্যু হয়।
গত মাসে ভয়াবহ ঘটনার সাক্ষী হয় হংকং (Hong Kong Fire)। আধুনিক শহরের অহঙ্কারে আঘাত এনেছে গত তিন দশকে দেশটির সবচেয়ে বড় অগ্নিকাণ্ড। আগুন লাগে তাই পো জেলা শহরের পাশাপাশি থাকা সাতটি বহুতল আবাসনে। এই ঘটনায় মৃত হয়েছে ১৬০ জনের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি ৩২ তলা ভবনে সংস্কারের কাজ চলছিল। সেখান থেকে ছড়ানো আগুন ফুলকি থেকে বিপদ ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা সাতটি বহুতলে।
