সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার ল্যানকাস্টারে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জন ভারতীয় পড়ুয়ার। মৃতদের নাম সৌরভ প্রভাকর (২৩) এবং মানব প্যাটেল (২০)। নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, তাঁদের দেহ যত দ্রুত সম্ভব ভারতে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। জানা গিয়েছে, মৃতেরা ওহাইয়োর ক্লিভল্যান্ড স্টেট বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছিলেন।
পেনসিলভেনিয়া পুলিশের তরফে জানানো হয়েছে, গত শনিবার সকাল সাতটা নাগাদ কোকালিকো টাউনশিপের (পূর্ব) কাছে তাঁদের গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে। এরপরই সেটি ছিটকে গিয়ে সামনের একটি সেতুতে সজোরে আঘাত করে। চালকের আসনে ছিলেন সৌরভ। অন্যদিকে, মানব তাঁর পাশেই বসেছিলেন।ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। সৌরভ এবং মানব ছাড়াও তাঁদের গাড়িতে অন্য এক যুবক ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। তবে যুবকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। সৌরভ এবং মানবের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই দুর্ঘটনার পরই নিউইয়র্কের ভারতীয় দূতাবাসের তরফ থেকে শোকপ্রকাশ করা হয়েছে। পাশাপাশি, পরিবারের পাশে থাকারও অশ্বাস দিয়েছে তারা। এক্স হ্যান্ডেলে তারা লিখেছে, ‘আমেরিকায় ভয়াবহ পথদুর্ঘটনায় ক্লিভল্যান্ড স্টেট বিশ্ব বিদ্যালয়ের দুই ভারতীয় ছাত্রের মৃত্যুতে আমরা শোকাহত। এই কঠিন সময়ে আমারা মৃতদের পরিবারের পাশে রয়েছি।’
