সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই বড়দিনের আগে ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাশিয়া। ঘটনায় মৃত্যু হয়েছে দুই পুলিশ আধিকারিক-সহ তিন জনের। সোমবার মস্কোয় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন রুশ সেনাবাহিনীর এক জেনারেল। জানা গিয়েছে, সেই ঘটনাস্থলের কাছেই বুধবার বিস্ফোরণটি হয়। রুশ সেনাবাহিনীর এক সূত্রের দাবি, এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার পুলিশ সূত্রে খবর, বুধবার দক্ষিণ মস্কোর ইয়েলেৎস্কায়া স্ট্রিটের কাছে দুই পুলিশকর্মী দাঁড়িয়ে ছিলেন। সেই সময় তাঁদের সামনে দিয়ে এক যুবক হেঁটে যান। তাঁকে দেখে কোনও কারণে সন্দেহ হয় দুই পুলিশ আধিকারিকের। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য যুবককে আটক করতে তৎপর হন তাঁরা। তখনই সেখানে ভয়ংকর বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই পুলিশ আধিকারিকের। পাশাপাশি, বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন এক সাধারণ নাগরিকও। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।
উল্লেখ্য, সোমবার দক্ষিণ মস্কোয় গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে রুশ সেনার লেফটেন্যান্ট জেনারেল ফ্যানিল সার্ভারভের। ক্রেমলিন জানিয়েছে, সার্ভারভ গাড়িতে ওঠার পর সেটি চলতে শুরু করতেই বিস্ফোরণ ঘটে। দাবি করা করা হচ্ছে, পরিকল্পনা করেই এই হামলা চালিয়েছে জেলেনস্কির বিশেষ বাহিনী। তবে নিশ্চিত এখনও কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। দু’দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেন তিনি। কিন্তু তা-ও কোনও রফাসূত্র মেলেনি। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে ফের একপ্রস্থ বৈঠকে বসার কথা ছিল ট্রাম্পের। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, তিনি সময় নষ্ট করতে চান না। ফলে দু'দেশের সংঘাত মেটার বিষয়টি এখন বহু দূর।
