shono
Advertisement

Breaking News

ষাটোর্ধ্ব পাক নেতার বিয়ে ছেলের বান্ধবীকে

তাও ছুতোনাতায় ছেলেকে বাড়ি থেকে দূর করে! The post ষাটোর্ধ্ব পাক নেতার বিয়ে ছেলের বান্ধবীকে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:08 PM Aug 05, 2016Updated: 12:30 PM Aug 05, 2016

 

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলিউডি কমেডি ছবিতে ক্বচিৎ এমন চিত্রনাট্য দেখা যায়!
বাবার সঙ্গে আলাপ করাতে ছেলে তার গার্লফ্রেন্ডকে বাড়িতে নিয়ে এল৷ বাবা পড়ে গেল সেই মেয়ের প্রেমে৷ তারপর ছুতোনাতায় ছেলেকে বাড়ি থেকে দূর করে বাবা তারই গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিল৷ বাস্তবেও এমনটা ঘটে না, তা আর হলফ করে বলার উপায় থাকল কই?
করাচির ষাটোর্ধ্ব এক রাজনীতিক, যিনি আবার জনপ্রতিনিধিও, এমনটাই ঘটিয়েছেন৷ যুবক ছেলের গার্লফ্রেন্ডকেই বিয়ে করে ফেলেছেন৷
খবরটা চাউর হয়নি৷ আর চাউর না হওয়ার কারণেই এই মুহূর্তে ‘খবর’ হয়ে গিয়েছে সেটি৷ পাকিস্তানের রাজনীতিকদের চারিত্রিক দূষণ বোঝাতে গিয়ে এই ঘটনাটি উল্লেখ করেছেন সে দেশের প্রখ্যাত সাংবাদিক হামিদ মির৷
ঘটনাটি একটু খোলসা করে বলা যাক৷
দিনকয়েক আগে সাংবাদিক হামিদ মির পাকিস্তানের একটি জনপ্রিয় টিভি শো-তে গিয়েছিলেন৷ সেখানেই বোমা ফাটিয়েছেন তিনি৷ নিজের দেশের কেলেঙ্কারির কথা বলতে গিয়ে হামিদ বলেন, ”আমাদের সংবাদমাধ্যমে বেশিরভাগ খবরই হয় সন্ত্রাসবাদ, দুর্নীতি নিয়ে৷ কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের নোংরামো অনেক গভীরে৷” এই প্রসঙ্গে তিনি বলেন, যেমন ক’মাস আগে দেশের এক জনপ্রিয় রাজনীতিবিদ ও নির্বাচিত জনপ্রতিনিধি ৬০ বছর বয়সে তাঁর ছেলের গার্লফ্রেন্ডকে বিয়ে করলেন৷ ছেলে তার বাবার সঙ্গে গার্লফ্রেন্ডকে পরিচয় করাতে এনেছিল৷ তখনই না কি ছেলের গার্লফ্রেন্ডকে পছন্দ হয়ে যায় সেই প্রবীণ রাজনীতিকের৷ এর পর ছেলেকে বকাঝকা করে সম্পর্কে ইতি টেনে, মাস ছয়েক পর ছেলের সেই গার্লফ্রেন্ডকেই বিয়ে করে নেন৷
হামিদ অবশ্য সেই রাজনীতিকের নাম বলেননি৷ কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে ইঙ্গিত করা হয়েছে ওই রাজনীতিক না কি করাচির!
অন্য কেউ নয়, সাংবাদিক হামিদ মির এই দাবি করায় বিষয়টি অন্য গুরুত্ব পেয়েছে৷ জিও টিভিতে তাঁর ‘ক্যাপিটাল টক’–রাজনৈতিক টক শো অত্যন্ত জনপ্রিয় হয়৷ ভারত বা অন্য কোনও দেশে এই ধরনের ঘটনা ঘটলে তা খবর হয়৷ কিন্তু সত্যিই পাকিস্তানের ক্ষেত্রে তা হয় না৷

The post ষাটোর্ধ্ব পাক নেতার বিয়ে ছেলের বান্ধবীকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement