shono
Advertisement

Breaking News

Lalit Modi

'ভারতের খারাপ লাগলে ক্ষমা চাইছি', মালিয়ার সঙ্গে ভিডিও বিতর্কের পরই সুর নরম ললিত মোদির!

কেন্দ্রের বার্তার পরেই ক্ষমা চাইলেন ললিত।
Published By: Saurav NandiPosted: 02:32 PM Dec 29, 2025Updated: 02:53 PM Dec 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমা চাইলেন ললিত মোদি। ভিডিও নিয়ে বিতর্কের আবহে কেন্দ্রের কড়া বার্তার পরেই সুর নরম করে সমাজমাধ্যমে ললিত লিখলেন, "ভারত সরকারের যদি খারাপ লেগে থাকে, তা হলে ক্ষমা চেয়ে নিচ্ছি।" বিতর্কিত ভিডিওটি সরিয়েও সমাজমাধ্যম থেকে সরিয়েও নিয়েছেন ললিত।

Advertisement

সম্প্রতি লন্ডনে একটি বিলাসবহুল পার্টির আয়োজন করেছিলেন ললিত (Lalit Modi)। সেই পার্টিতে হাজির ছিলেন ঋণখেলাপি পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়াও। তাঁকে সঙ্গে নিয়েই একটি ভিডিও বার্তা ললিতকে বলতে শোনা যায়, "চলো ইন্টারনেটে আবার শোরগোল ফেলে দিই। শুভ জন্মদিন বন্ধু বিজয়। তোমাকে ভালোবাসি। পলাতক ব্যবসায়ীর সঙ্গে আরও এক পলাতক। আমরাই ভারতের সবচেয়ে বড় পলাতক।"

 

ললিতের এই মন্তব্য ঘিরে জোর বিতর্ক তৈরি হয়। প্রশ্নের মুখে পড়ে মোদি সরকারও। প্রশ্ন, ললিত এবং বিজয়কে দেশের ফিরিয়ে আনার ব্যাপারে কেন এখনও অসফল কেন্দ্র? শুধু তা-ই নয়, ললিত যে ভাবে কেন্দ্রীয় সরকারকে বিদ্রুপ করছেন বিদেশ থেকে, তাতে সরকারের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। এই নিয়ে বিতর্কে গত শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল বলেন, "আমরা পলাতকদের ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সংশ্লিষ্ট দেশগুলোর সাথে যোগাযোগ রাখা হচ্ছে। প্রক্রিয়াটি চালু রয়েছে। আসলে এই মামলাগুলির অনেকগুলিতেই একাধিক স্তরের আইনি প্রক্রিয়া জড়িত থাকে।"

ঘটনাচক্রে, তার পরেই সুর নরম ললিতের। যদিও কী কারণে তিনি ক্ষমা চাইছেন, তা অবশ্য সমাজমাধ্যমের পোস্টে ব্যাখ্যা করেননি ললিত। তিনি লিখেছেন, "ভারত সরকারকে আমি সম্মান করি। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি এ ভাবে বলতেই চাইনি। আবার ক্ষমা চাইছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্ষমা চাইলেন ললিত মোদি।
  • ভিডিও নিয়ে বিতর্কের আবহে কেন্দ্রের কড়া বার্তার পরেই সুর নরম করে সমাজমাধ্যমে ললিত লিখলেন, "ভারত সরকারের যদি খারাপ লেগে থাকে, তা হলে ক্ষমা চেয়ে নিচ্ছি।"
  • সম্প্রতি লন্ডনে একটি বিলাসবহুল পার্টির আয়োজন করেছিলেন ললিত।
Advertisement