সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাইনচ্যুত হয়ে খাদে পড়ল আস্ত ট্রেন! সোমবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও বহু যাত্রী। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধার কাজ।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে মেক্সিকোর ওয়াক্সাকা স্টেটের নিজান্দা শহরে। ২৫০ জন যাত্রী নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল ট্রেনটি। পাহাড়ি পথ ধরে যাওয়ার সময় কোনওভাবে লাইন থেকে ছিটকে যায় ট্রেনটি। দুর্ঘটনার যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, দীর্ঘ ট্রেনের বেশ কয়েকটি কামরা লাইন থেকে ছিটকে খাদে পড়ে রয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে ২৫০ জন যাত্রী ছিলেন। যাঁদের মধ্যে ৯ জন ক্রু মেম্বার ও বাকিরা যাত্রী।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৯৮ জন। যাদের মধ্যে বেশিরভাগেরই অবস্থা গুরুতর। বাকি ১৯৩ জন যাত্রীর চিকিৎসাধীন থাকলেও তাঁরা বিপদমুক্ত বলে জানানো হয়েছে। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা অত্যন্ত গুরুতর। জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ শুরু হয়েছে। নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যেরও প্রতিশ্রুতি দিয়েছে সেখানকার সরকার।
পাশাপাশি ঠিক কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রেল কর্তৃপক্ষের গাফিলতি, নাকি এই দুর্ঘটনার নেপথ্যে পরিকল্পিত নাশকতা সবটা খতিয়ে দেখা হচ্ছে।
