সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জঙ্গি হামলায় রক্তাক্ত পাকিস্তান। শান্তিবৈঠক চলাকালীন ওয়াজিরিস্তানে ভয়াবহ বিস্ফোরণ! এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭ জন। আহত বহু। গতকালই এই এলাকায় পাক নিরাপত্তা বাহিনীর অভিযানে নিকেশ হয়েছে তেহরিক-ই-তালিবান-পাকিস্তান (টিটিপি)-এর ৫৪ জন জঙ্গি। একদিনের মাথাতেই আজ এই ঘটনা। এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও সন্দেহের তির টিটিপির দিকেই।
জানা গিয়েছে, আজ সোমবার দুপুরে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা শহরে স্থানীয় শান্তি কমিটির বৈঠক চলছিল। সেসময়েই ঘটে বিস্ফোরণ। চারদিকে হুলস্থূল পড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনা। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরই ৭ জনের মৃত্যুর খবর মেলে। জখম ১৭। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এই ঘটনার পর পাক পুলিশের আধিকারিক উসমান ওয়াজির জানান, ‘‘ওই ভবনে শান্তিবৈঠক চলছিল। সে সময়ই বিস্ফোরণের ফলে বহুতলের একটি অংশ ধসে পড়ে। তাতেই প্রাণহানি ঘটে।" তবে এই হামলার এখনও কেউ দায় স্বীকার করেনি। জড়িতদের খুঁজতে তদন্ত শুরু হয়েছে।
দক্ষিণ ওয়াজিরিস্তান জেলাটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত। এর আগে একাধিক বার প্রকাশ্যে টিটিপি-র বিরোধিতা করেছিল ওই শান্তি কমিটি। ফলে বিস্ফোরণে টিটিপি-র হাত উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। এছাড়া গতকাল রবিবারই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের কাছে ৫৪ জন টিটিপি জঙ্গিকে খতম করে পাক নিরাপত্তাবাহিনী।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথাব্যাথার অন্যতম বড় কারণ এই আফগানিস্তানের মদতপুষ্ট টিটিপি জঙ্গি। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান-সহ পাক-আফগান সীমান্ত এই জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। সেখান থেকে প্রায়শই পাক সেনাবাহিনীর উপর চলে মারণ হামলা। এদিকে, এই অঞ্চলগুলোর মধ্যে দিয়ে গিয়েছে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি। সেখানেও চিনা আধিকারিকদের উপর বহুবার হামলা চালিয়েছে এই জঙ্গিরা। ওই অঞ্চলে লাগাতার জঙ্গি হামলায় ধাক্কা খেয়েছে পাকিস্তানের অর্থনীতিও।
