shono
Advertisement
PM Modi

দক্ষিণ গোলার্ধের দেশগুলির প্রতি অবহেলা কেন? 'ব্রিকসে'র মঞ্চে জোরাল সওয়াল মোদির

আন্তর্জাতিক জোটগুলির প্রতি ‘বঞ্চনা’র অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর।
Published By: Kishore GhoshPosted: 12:21 AM Jul 07, 2025Updated: 01:34 PM Jul 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাজিলে ব্রিকস সম্মেলনে 'গ্লোবাল সাউথ' দেশগুলির হয়ে সওয়াল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল এবং স্বল্প উন্নত দেশগুলির প্রতি ‘বঞ্চনা’ হচ্ছে বলে আন্তর্জাতিক সম্মেলনে দাবি করলেন মোদি। যদিও এই দেশগুলি বিশ্ব কূটনীতির ময়দানে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারতের প্রধানমন্ত্রী দাবি করেন, বিভিন্ন আন্তর্জাতিক জোট বা গোষ্ঠীগুলিতে এই দেশগুলির প্রতিনিধিত্ব থাকা জরুরি।

Advertisement

উল্লেখ্য, গ্লোবাল সাউথ দেশগুলির মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং ওশিয়ানিয়ার উন্নয়নশীল এবং স্বল্প উন্নত দেশগুলি। রবিবার মোদি 'উন্নত' দেশগুলির বিরুদ্ধে কার্যত অভিযোগ আনেন। তিনি জানান, গ্লোবাল সাউথের স্বার্থকে গুরুত্ব দিয়ে দেখা হয় না। সরাসরি বলেন, "জলবায়ু সঙ্কট মোকাবিলার অর্থ, উন্নয়ন, প্রযুক্তিগত সুযোগ সুবিধার ক্ষেত্রে এই দেশগুলিকে বেশির ভাগ সময়েই নামমাত্র কিছু দেওয়া হয়ে থাকে।” মোদির দাবি, দীর্ঘদিন ধরেই দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল দেশগুলির সঙ্গে এই বঞ্চনা চলছে।

‘ব্রিক্‌স’ সম্মেলনে তাঁর বক্তৃতার সারাংশ সমাজমাধ্যমে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, “গ্লোবাল সাউথকে ছাড়া আন্তর্জাতিক গোষ্ঠীগুলি যেন এমন একটি মোবাইল ফোন, যার সিম আছে কিন্তু নেটওয়ার্ক নেই।” এই পরিস্থিতি বদলাতে জোরাল সওয়াল করেন মোদি। তাঁর সাফ কথা, সফটওয়্যারের যুগে টাইপরাইটার চলতে পারে না।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে শনিবার বিকেলে (স্থানীয় সময়) ব্রাজিলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রিও ডি জেনেরিও-র গ্যালিও আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই রাজকীয় অভ্যর্থনা জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে। এই নিয়ে চতুর্থবার লাতিন আমেরিকার এই দেশটিতে পা রাখলেন মোদি। ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি রাজধানী ব্রাসিলিয়াতেও যাবেন বলে জানা গিয়েছে। ব্রাজিলে পৌঁছে মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “ব্রিকস সম্মেলনে যোগ দিতে আমি রিও ডি জেনেরিওতে পৌঁছে গিয়েছি। পাশাপাশি, প্রেসিডেন্ট লুইজ ইনসিও লুলা দা সিলভার আমন্ত্রণে আমি রাজধানী ব্রাসিলিয়াতেও যাব।” ব্রাজিল পৌঁছতেই মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সেদেশে বসবাসকারী ভারতীয়রাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গ্লোবাল সাউথ দেশগুলির মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং ওশিয়ানিয়ার উন্নয়নশীল এবং স্বল্প উন্নত দেশগুলি।
  • ‘ব্রিক্‌স’ সম্মেলনে তাঁর বক্তৃতার সারাংশ সমাজমাধ্যমে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
Advertisement