সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাইভ অনুষ্ঠান চলাকালীন এক মহিলার স্তনে হাত দিয়ে ফেললেন এক সাংবাদিক৷ অনভিপ্রেত এই ঘটনাটি ঘটিয়ে ফেললেন প্রখ্যাত সংবাদমাধ্যম বিবিসি-র সাংবাদিক বেন ব্রাউন৷
[ মসজিদে আক্রান্ত হয়ে আরএসএস-কে দুষলেন বরকতি ]
জানা যাচ্ছে, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিবিসি-রই অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল এডিটর নরম্যান স্মিথের সাক্ষাৎকার নিচ্ছিলেন ওই সাংবাদিক৷ রাস্তার উপর চলছিল সেই কথোপকথন পর্ব৷ আচমকাই ক্যামেররা সামনে চলে আসেন এক মহিলা৷ সাক্ষাৎকার যাতে কোনওভাবে বন্ধ না হয়, বা কথোপকথনে ব্যাঘাত না ঘটে সে কারণে ওই মহিলাকে সরাতে চান বেন৷ মহিলার দিকে না তাকিয়েই তিনি হাত বাড়ান৷ এবং তাঁকে সরিয়ে দেন৷ কিন্তু ঘটনাচক্রে সাংবাদিকের হাত লেগেছিল ওই মহিলার স্তনে৷ সাক্ষাৎকারে মগ্ন থাকার কারণে অন ক্যাম সে বিষয়ে খেয়াল করেননি তিনি৷ ওই অবস্থাতেই মহিলাকে ক্যামেরা জোন থেকে সরিয়ে দেন৷ এরপর ওই মহিলাকে ক্ষুব্ধ হতে থাকা যায়৷ সাংবাদিককে থাপ্পড় মেরে চলেও যান তিনি৷
[ ‘নাম থেকে মহম্মদ হটাও’, পাক নাগরিকের কটাক্ষে কী জবাব কাইফের? ]
পরে নিজের টুইটার হ্যান্ডেলে পুরো বিষয়টি পরিষ্কার করেন বেন৷ জানান, পুরোটাই অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক৷ তিনি ইচ্ছে করে এ কাজ করেননি৷ সাক্ষাৎকার যাতে কোনওভাবে ব্যহত না হয় শুধু সেটাই নিশ্চিত করতে চেয়েছিলেন৷ মহিলার স্তনে হাত লাগা পুরোটই দুর্ঘটনা৷ জানা যাচ্ছে, বিবিসি-ও এ ব্যাপারে আর কোনও অভিযোগ দায়ের করেনি ওই সাংবাদিকের বিরুদ্ধে৷
দেখুন ভিডিও-
The post LIVE অনুষ্ঠানে মহিলার স্তনে হাত, তারপর কী হল? appeared first on Sangbad Pratidin.