আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ জঙ্গি হামলা! সোমবার ভয়ংকর বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের অভিজাত শাহর-ই-নাও এলাকা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকা এই এলাকা ধনী ব্যবসায়ী, বিদেশি কূটনীতিকদের থাকার জায়গা হিসেবে পরিচিত। সেখানে এই হামলায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। তালিবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক হতাহতের সংখ্যা প্রকাশ না করলেও, অনুমান করা হচ্ছে, এই বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হয়েছে।
আফগান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার বেলার দিকে শাহর-ই-নাও এলাকায় একটি চিনা রেস্তোরাঁর কাছে এই বিস্ফোরণ ঘটে। চিনের আধিকারিকদের বহনকারী একটি গাড়ি ছিল হামলাকারীর নিশানায়। ঘটনার মুহূর্তের একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, গাড়িটি একটি গলি রাস্তা ধরে আসার সময় উলটো দিক থেকে একজন এসে গাড়ির সামনে নিজেকে উড়িয়ে দেয়। প্রচণ্ড বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় গাড়িটি। আসেপাশে থাকা বহু মানুষ আহত হন এই ঘটনায়।
সংবাদ সংস্থা রয়টর্সকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র আবদুল মতিন কানি বলেন, 'অত্যন্ত শক্তিশালী একটি বিস্ফোরণ ঘটেছে শাহর-ই-নাও এলাকায়। এই ঘটনায় একাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করছি আমরা।' তবে ঠিক কতজন মানুষের মৃত্যু হয়েছে এই ঘটনায় তা এখনও জানা যায়নি। এই হামলা আত্মঘাতী হামলা কিনা সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানাননি মন্ত্রী। তবে যেখানে এই হামলা চলে সেটি বিদেশি নাগরিক, কূটনীতিক ও আফগানিস্তানের ধনী ব্যক্তিদের বাসস্থান হিসেবে পরিচিত। কড়া নিরাপত্তায় মোড়া থাকে এই এলাকা। সেই নিরাপত্তা ভেদ করে বিদেশিদের আস্থানায় কীভাবে হামলা চলল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় না নিলেও অনুমান করা হচ্ছে, ইসলামিক স্টেট-খোরাসান (ISIS-K) এই হামলায় জড়িত থাকতে পারে। যদিও আইএসআইএস-কে এখনও পর্যন্ত এই হামলার দায় নেয়নি।
