shono
Advertisement
Khalistani Extremists

সেদেশের মাটিকে ব্যবহার করে ভারতে নাশকতার ছক, খলিস্তানি 'বিচ্ছিন্নতাবাদ' মানল কানাডার গোয়েন্দা সংস্থা

মোদির কানাডা সফরের পরেই বাৎসরিক রিপোর্ট প্রকাশ সিআইএসআইএস-এর।
Published By: Kishore GhoshPosted: 09:07 PM Jun 19, 2025Updated: 09:13 PM Jun 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে নাশকতা চালাতে কানাডার মাটিকে ব্যবহার করছে খলিস্তানি জঙ্গিরা। এই প্রথম প্রকাশ্যে একথা জানাল কানাডার গোয়েন্দা সংস্থা কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (সিআইএসআইএস)। তারা আরও জানিয়েছে, খালিস্তানি চরমপন্থীরা মূলত ভারতে সহিংসতার ছড়াতে, তহবিল সংগ্রহে বা পরিকল্পনার জন্য কানাডাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।

Advertisement

বুধবার বাৎসরিক রিপোর্ট প্রকাশ করেছে কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস। সেখানে কানাডার অভ্যন্তরে বিদেশী হস্তক্ষেপ এবং চরমপন্থী কার্যকলাপ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটটিকে উল্লেখ করা হয়েছে। বেশ কয়েক বছর ধরেই কানাডার মাটিতে খালিস্তানি চরমপন্থীদের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে ভারত। যদিও কানাডা এই বিষয়ে চোখ বন্ধ করে ছিল। এবারই প্রথমবার খলিস্তানিদের পাশে 'চরমপন্থী' বিশেষণটিকে ব্যবহার করল সে দেশের গোয়েন্দা সংস্থা।

সিআইএসআইএস-এর রিপোর্টে বলা হয়েছে, ১৯৮০-এর দশকের মাঝামাঝি থেকেই বিশেষ রাজনৈতিক এজেন্ডায় অনুপ্রাণিত খলিস্তানি সহিংস চরমপন্থা ঘাঁটি গাড়ে কানাডায়। যারা ভারতের পাঞ্জাবের মধ্যেই খালিস্তান নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠনে সহিংস উপায় অবলম্বন করতে পিছপা হয়নি। এরা আমেরিকার পড়শি দেশে বসে সহিংস আক্রমণের পরিকল্পনা এবং প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করছে। এই আক্রমণ ভারত তো বটেই, এমনকী গোটা বিশ্বের জন্যও আশঙ্কার বিষয়।

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জি৭ বৈঠকে যোগ দিতে কানাডায় যান। এই সফরে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। খলিস্থানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড পরবর্তী কূটনৈতিক বিবাদের পর দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের উপর জোর দেন উভয় রাষ্ট্র নেতা। এর ঠিক একদিন পরই কানাডার গোয়েন্দা সংস্থার খলিস্তানি রিপোর্ট তাৎপর্যপূর্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার বাৎসরিক রিপোর্ট প্রকাশ করেছে কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস।
  • সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জি৭ বৈঠকে যোগ দিতে কানাডায় যান।
Advertisement