সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তখন রাত প্রায় সাড়ে দশটা। হোয়াইট হাউসের ভিতরে কাজে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎই বাইরে বিকট একটা শব্দ। তারপরই তুমুল উত্তেজনা। জানা গেল, হোয়াইট হাউসের নিরাপত্তবেষ্টনী ভেঙে ঢুকে পড়েছে একটি গাড়ি। মঙ্গলবার রাতে ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে যায়।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এদিন রাত ১০টা ৩৭ মিনিট নাগাদ হোয়াইট হাউসের নিরাপত্তবেষ্টনীতে সজোড়ে ধাক্কা মারে একটি গাড়ি। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে তার সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন নিরাপত্তারক্ষীরা। গ্রেপ্তার করা হয় চালককে। এমনকী গাড়িটিকেও আটক করা হয় বলে খবর। তবে ধৃত ওই যুবকের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। এই ঘটনার পর ‘আমেরিকান সিক্রেট সার্ভিস’-এর মুখপাত্র একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি জানান, ‘এদিন রাতে সিক্রেট সার্ভিসের গেটের বাইরের নিরাপত্তবেষ্টনীতে একটি গাড়ি আচমকা এসে ধাক্কা মারে। এরপরই গ্রেপ্তার করা হয় চালককে।’ কিন্তু কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এটি নিছকই দুর্ঘটনা। এর নেপথ্যে কোনও ষড়যন্ত্র নেই। যদিও গোটা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, হোয়াইট হাউসের গেটে গাড়ির ধাক্কা মারার ঘটনা এই প্রথম নয়। গত বছরের শুরুতেই মার্কিন বাসভবনের গেটে তীব্র গতিতে ধাক্কা মারে একটি গাড়ি। ঘটনায় মৃত্যু হয় চালকের। এর আগে ২০২৩ সালেও হোয়াইট হাউসের বাইরের গেটে ধাক্কা মেরেছিল একটি গাড়ি। গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েছিল সেটি। কিন্তু বেশিদূর যাওয়ার আগেই গাড়িটি আটকে দেয় প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের আধিকারিকরা।
