shono
Advertisement
Taliban attack in Pakistan

আফগান সীমান্তে পাক সেনাঘাঁটিতে হামলা বিদ্রোহীদের, মৃত ৬, এবার গৃহযুদ্ধে ছারখার হবে পাকিস্তান?

দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথাব্যাথার অন্যতম বড় কারণ টিটিপি।
Published By: Subhodeep MullickPosted: 02:43 PM Dec 09, 2025Updated: 03:48 PM Dec 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদ্রোহীদের হামলায় ফের রক্তাক্ত পাকিস্তান। সোমবার রাতে আফগান সীমান্তে পাক সেনার ঘাঁটিতে হানা দেয় পাকিস্তানে সশস্ত্র বিদ্রোহী সংগঠন তেহরিক-ই-তালিবান। ঘটনায় এখনও পর্যন্ত ছ’জন পাক সেনার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে বিদ্রোহীদের মধ্যে কেউ প্রাণ হারিয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। এর আগও পাকিস্তানকে একাধিকবার রক্তাক্ত করেছে এই বিদ্রোহী সংগঠনটি। লাগাতার লড়াইয়ের জেরে এবার কি গৃহযুদ্ধে ছারখার হবে ভারতের প্রতিবেশী দেশটি? এই প্রশ্নটিই এখন জোরাল হচ্ছে।

Advertisement

সোমবার রাতে পাকিস্তানের উত্তর পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় পাক সেনার ঘাঁটিতে অতর্কিতে হামলা চালায় টিটিপি-র সদস্যরা। কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলিবৃষ্টি। পালটা জবাব দেয় পাক বাহিনীও। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াইয়ের পর মৃত্যু হয় পাঁচ জন পাক জওয়ানের। আহত হয়েছেন আরও চারজন। তবে এই লড়াইয়ে বিদ্রোহীদের কেউ প্রাণ হারিয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথাব্যাথার অন্যতম বড় কারণ এই আফগানিস্তানের মদতপুষ্ট টিটিপি। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান-সহ পাক-আফগান সীমান্ত এদের ঘাঁটি হিসেবে পরিচিত। পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবি এখানকার মানুষের দীর্ঘদিনের। যার জেরে এইসব অঞ্চল থেকে প্রায়শই পাক সেনাবাহিনীর উপর চলে মারণ হামলা। এদিকে, এই অঞ্চলগুলোর মধ্যে দিয়ে গিয়েছে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি। গত জুন মাসে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি ফিঁদায়ে হামলা হয়। সেখানে মৃত্যু হয় ১৬ জন জওয়ানের। দফায় দফায় এই ঘটনায় ওয়াকিবহাল মহলের দাবি, পরিস্থিতি যে পথে এগোচ্ছে তাতে যে কোনওদিন ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হতে পারে পাকিস্তানে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিদ্রোহীদের হামলায় ফের রক্তাক্ত পাকিস্তান।
  • সোমবার রাতে আফগান সীমান্তে পাক সেনার ঘাঁটিতে হানা দেয় পাকিস্তানে সশস্ত্র বিদ্রোহী সংগঠন তেহরিক-ই-তালিবান।
Advertisement