shono
Advertisement

গৃহযুদ্ধের মেঘ নাইজারে, নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ ভারতের

২৫০ জন ভারতীয় এই মুহূর্তে নাইজারে রয়েছেন।
Posted: 06:46 PM Aug 11, 2023Updated: 07:04 PM Aug 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাইজারে গৃহযুদ্ধের মেঘ! সেনা বনাম গণতান্ত্রিক সরকারের সংঘাতে তুঙ্গে ডামাডোল। সেনা অভ্যুত্থানে পর থেকেই পশ্চিম আফ্রিকার এই দেশে বিরাজ করছে অনিশ্চয়তা। এহেন পরিস্থিতিতে নাগরিকদের দ্রুত সে দেশ ছেড়ে ভারতে ফিরে আসার নির্দেশ কেন্দ্রের।

Advertisement

শুক্রবার এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এদিন সংবাদমাধ্যমকে বলেন, “ভারত সরকার নাইজারের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। যে সকল ভারতীয়দের এই মুহূর্তে ওখানে থাকার প্রয়োজন নেই তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এও মনে রাখতে হবে এই মুহূর্তে সেখানে বিমান চলাচল বন্ধ। তাই সীমান্ত পেরিয়ে আসার সময় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এমনকী যাঁরা আগামী কয়েক দিনের মধ্যে নাইজারে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদেরও পরামর্শ দেওয়া হয়েছে। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত তাঁদের যাত্রার পরিকল্পনা পুনর্বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে।”

[আরও পড়ুন: হাওয়াইয়ের দাবানলে মৃত অন্তত ৫৩, বিপর্যয় ঘোষণা জো বাইডেনের]

তিনি আরও জানান, “প্রায় ২৫০জন ভারতীয় এই মুহূর্তে নাইজারে (Niger) রয়েছেন। আমরা চাই প্রত্যেকে তাঁদের নাম নথিভুক্ত করুন। আমাদের দুতাবাসের পক্ষ থেকে দেশ ছাড়ার জন্য সব রকম সাহায্য প্রদানের চেষ্টা করা হবে।” তবে তিনি এও বলেন, “আকাশপথ বন্ধ থাকায় সীমান্ত পেরিয়ে আসায় সমস্যা হচ্ছে। কিন্তু আমাদের পক্ষে যা যা করা সম্ভব আমরা তা করব।” 

উল্লেখ্য, গত জুলাই মাসে নাইজারে সেনা অভ্যুত্থান ঘটে। রাজধানী নিয়ামেতে নিজের প্রাসাদে রক্ষীদের হাতেই আটক হন প্রেসিডেন্ট মহম্মদ বাজুম। তারপরই নাইজারের সরকারি টেলিভিশন চ্যানেলে অভ্যুত্থানের কথা ঘোষণা করা হয়। সেনা জানায়, “প্রেসিডেন্ট বাজুমকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দেশজুড়ে জারি করা হয়েছে কারফিউ। পুড়িয়ে ফেলা হয়েছে সংবিধান। এছাড়া, সকল প্রতিষ্ঠান এবং সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।” ফলে তৈরি হয়েছে গৃহযুদ্ধের আশঙ্কা। তাই সেখানে ভারতীয়দের নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায় না নয়াদিল্লি।

[আরও পড়ুন: যুদ্ধের মেঘ তাইওয়ানের আকাশে! ২৪ ঘণ্টায় দু’বার অনুপ্রবেশ লালফৌজের, বাড়ছে উত্তেজনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement