সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল চিনের একটি রাসায়নিক কারখানা। ঘটনায় এপর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জন কর্মীর। আহত বহু। ঘটনায় ফের প্রশ্নের মিখে কারখানা শ্রমিকদের নিরাপত্তা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব চিনের চেংডু অঞ্চলে বিস্ফোরণটি ঘটে। ‘ইবিন হেংদা টেকনোলজি’ পার্ক নামের কারখানাটিতে এক বড় অংশ উড়ে যায় বিস্ফোরণে। ছড়িয়ে পড়ে আগুন ও বিষাক্ত গ্যাস। বিস্ফোরণের পরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল ও দমকল। চিনা সরকারি মাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৯ জন কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারখানাটিতে অ্যাসিড তৈরি করা হতো। বিস্ফোরণ এতটাই ভয়াবহ বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে বহুতলটি ধসে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় সমস্ত যন্ত্রপাতি।
প্রসঙ্গত, দ্রুতগতিতে বাড়ছে চিনের অর্থনীতি। পাল্লা দিয়ে বাড়ছে কারখানা। বিপুল অর্থনীতির গতি ধরে রাখতে দিনরাত চলছে উৎপাদনের কাজ। বিশ্বে প্রায় সর্বত্রই রমরমা চিনা পণ্যের। আমেরিকা-সহ একাধিক দেশের সঙ্গে বাণিজ্যে মজবুত জায়গায় রয়েছে চিন। তাই এই গতি ধরে রাখতে কারখনার শ্রমিকদের অমাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ। চিনা কারখানাগুলিতে উৎপাদন বাড়ানোর জন্য প্রায়শই উপেক্ষা করা হয় নিরাপত্তা ব্যবস্থার। এর ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এর আগে ২০১৫ সালে তিয়ানজিন শহরের একটি কারখানা এমনই এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় প্রাণ হারান প্রায় ১৬৫ জন শ্রমিক।
[শৈশবেই অপরাধে হাত পাকানো, নদিয়ায় ‘কঙ্কাল কারিগর’-এর গ্রেপ্তারিতে খুলছে জট]
The post চিনা কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৯ appeared first on Sangbad Pratidin.