সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাও জে দংয়ের পর চিনের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসাবে উঠে এসেছেন শি জিনপিং। গত ১৩ বছর ধরে চিনের সর্বেসর্বা তিনি। চিনের কমিউনিস্ট পার্টিতেও তাঁর সমকক্ষ কেউ নেই। এ হেন দাপুটে নেতারও নাকি গদি টলমল! একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, চিনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা তথা প্রেসিডেন্টকে ২০২৭ সালের পরই অবসরে পাঠানো হতে পারে। সম্প্রতি কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো মিটিংয়ে নেওয়া একাধিক সিদ্ধান্তের জেরে এই জল্পনা তৈরি হয়েছে।
সমস্ত রীতি ভেঙে আজীবন দেশ, দল ও সেনার সর্বাধিনায়ক থাকার জন্য আগে থেকেই রাস্তা পরিষ্কার করে রেখেছিলেন শি জিনপিং। নিয়মমাফিক দু’দফার পর জিনপিংয়ের পদ ছেড়ে দেওয়ার কথা। কিন্তু শি যাতে ২০২৩ সালের পরেও প্রেসিডেন্ট থাকতে পারেন। এমনকী আজীবন থাকতে পারেন তার জন্য দেশের সংবিধান সংশোধন করা হয়। পার্টির সাধারণ সম্পাদক এবং সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান পদেও দু’বারের বেশি থাকার নিয়ম নেই চিনে। কিন্তু সেই প্রাচীর আগেই ভেঙে দিয়েছিলেন জিনপিং। চিনের সংসদে বিল পাশ করিয়ে ফেলেছিলেন ২০১৮ সালে। ৯৫ শতাংশ ভোট পড়েছিল তাঁর পক্ষেই। নতুন নিয়মের বলে এখনও দেশ, দল ও সেনার সর্বাধিনায়ক জিনপিংও। ২০২৭ সালে তাঁর তৃতীয় মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু তারপরও তিনি ক্ষমতায় থাকবেন কিনা সেটা নিয়ে সংশয়।
আসলে সম্প্রতি চিনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ৩০ জুন কমিউনিস্ট পার্টির ২৪ সদস্যের পলিটব্যুরোর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, দলের শাখা সংগঠনগুলিকে আরও শক্তিশালী করা হবে। তাতে প্রেসিডেন্টের রাশ হ্রাস করা হবে। অর্থাৎ বকলমে দলের প্রেসিডেন্টের ক্ষমতা কমিয়ে দেওয়া হয়। কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ এজেন্সিগুলির কাছে কিছু ক্ষমতা হস্তান্তর শুরু করেছেন জিনপিং নিজেই। তারপরই জল্পনা শোনা যাচ্ছে, এবার জিনপিংকে অবসরে পাঠানো হতে পারে। জল্পনার আরও একটি বড় কারণ হল, মাঝে মাঝেই এখন জনসমক্ষে দেখা যাচ্ছে না জিনপিংকে। এর আগে ২১ মে থেকে ৫ জুন জিনপিংকে জনসমক্ষে একবারের জন্যেও দেখা যায়নি। চিনা প্রেসিডেন্টের রহস্যজনক ১৬ দিনের 'অনুপস্থিতিই' এসব জল্পনার মূল কারণ বলে মনে করা হচ্ছে। এসবের মধ্যে আবার ব্রাজিলে ব্রিকস সামিটেও যাননি জিনপিং।
২০২৭ সালে পরবর্তী ৫ বছরের জন্য সিপিসি কংগ্রেস অনুষ্ঠিত হতে চলেছে। শি'র তৃতীয় মেয়াদও একই সময়ে শেষ হবে। সেখানেই জিনপিংয়ের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
