সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুশ শপিং সেন্টারে ভয়াবহ আগুন। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ৫৩ জনের। মৃতদের মধ্যে অধিকাংশই শিশু। বিবিসি সূত্রে খবর, এখনও পর্যন্ত ৯ জন শিশুর দগ্ধ দেহ উদ্ধার করা গিয়েছে। আরও ৪১ জন শিশুর খোঁজ পাওয়া যাচ্ছে না। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৪ হতে পারে বলে আশঙ্কা। সাইবেরিয়ার কয়লা সমৃদ্ধ শহর কেমেরোভাতে এই শপিং মলের ভিতর রয়েছে বিনোদনের সবরকম বন্দোবস্ত। যার আকর্ষণে ছুটে আসত শিশুরা। তাদের সঙ্গে নিয়ে আসতেন অভিভাবকরা। সোমবারের অগ্নিকাণ্ডে তাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে খুদেরাই।
[বন্দুক চাই না, শিশুদের বাঁচাও! ‘March for Our Lives’-এ থমকে গেল আমেরিকা]
বিবিসি সূত্রের, উইন্টার চেরি কমপ্লেক্সে যখন আগুন লাগে, তখন ভিতরে অনেকেই সিনেমা দেখছিলেন। প্রথমে উপরের তলায় আগুন লাগে। ক্রমশ আগুনের লেলিহান শিখা কমপ্লেক্সের ভিতর চারপাশে ছড়িয়ে পড়তে থাকে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া কয়েকটি ভিডিওয় দেখা যায়, দাউদাউ করে জ্বলতে থাকা ভবনটির জানালা দিয়ে লাফ মেরে প্রাণে বাঁচতে চেষ্টা করেন আক্রান্তরা। রুশ তদন্তকারী কমিটি জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে আগুনে পুড়ে ভবনটির ভিতরের দু’টি সিনেমা হলের ছাদ ভেঙে পড়ে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ৬৬০ জন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যকে।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ২০০৩-এ এই শপিং মলটি তৈরি হয়। ভিতরে রয়েছে রেস্তরাঁ, পোষ্যদের চিড়িয়াখানা, বোলিংয়ের জায়গা, সনা বাথ। স্থানীয় সময় রবিবার বেলা ৫টা নাগাদ আগুন লাগে। আগুনের শিখা প্রায় ১৫০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকলকে। এই ঘটনায় আটক করা হয়েছে চারজনকে। তাদের মধ্যে একজন এই শপিং মলের কর্তা। যাঁরা এখনও নিখোঁজ, তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বলে মত দমকলকর্মীদের। কারণ, একদিকে ভয়াবহ আগুনের তাপ ও অন্যদিকে ভেঙে পড়া চাঙড়ের নিচে চাপা পড়ে রয়েছেন আক্রান্তরা। তাঁদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে।
দেখুন সেই ভিডিও:
There is a fire in a mall in Kemerovo, Siberia and people jumping from the windows
pic.twitter.com/a4DMqdPQNS
— English Russia (@EnglishRussia1) March 25, 2018
The post রুশ শপিং মলে ভয়াবহ আগুন, বাঁচতে জানালা থেকে লাফ আক্রান্তদের appeared first on Sangbad Pratidin.