সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে ভারতীয় বংশোদ্ভূতের ভিড়। কাশ্যপ প্রমোদ প্যাটেল, জয় ভট্টাচার্যের পর এবার ট্রাম্পের টিমে যুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত কুশ দেশাই। প্রেসিডেন্টের ডেপুটি প্রেস সেক্রেটারি হলেন আমেরিকার প্রাক্তন এই সাংবাদিক। হোয়াইট হাইসের তরফে সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে এই তথ্য।
![](https://mcmscache.epapr.in/mcms/434/a8a2c017e2b91afd0d2f9fd5d52ed44cbc32e704.jpg)
গত শুক্রবার ট্রাম্পের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত কুশ দেশাইকে। এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ্যে এনেছেন কুশ নিজেও। প্রাক্তন সাংবাদিক কুশ এর আগে রিপাবলিকান ন্যাশনাল কোনভেনশনের ডেপুটি কমিউনিকেশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। রাজনীতির ময়দানে জনসংযোগের ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে কুশের। একটা সময় রিপাবলিকান পার্টির ন্যাশনাল কমিটির রিসার্চ অ্যানালিস্ট হিসেবে যোগ দেন। ট্রাম্পের দলে পেনসিলভেনিয়া কমিউনিকেশন ডিরেক্টর পদও সামলেছেন কুশ।
আমেরিকার বাসিন্দা হলেও ভারতের গুজরাটের সঙ্গে যোগ রয়েছে কুশ দেশাইয়ের। ইংরেজির পাশাপাশি গুজরাটি ভাষাতেও সাবলীল তিনি। আমেরিকার ডার্থ মাউথ কলেজ থেকে কলা বিভাগে স্নাতক তিনি। পাশাপাশি জেমস ও ফ্রিডম্যান প্রেসিডেন্সিয়াল রিসার্চ স্কলারশিপে সম্মানিত। মার্কিন নির্বাচনে ৭টি সুইং স্টেটেই বিপুল জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই জয়ের পিছনে অন্যতম কারিগর হিসেবে মনে করা হয় কুশকে। মনে করা হচ্ছে, এরই পুরস্কার স্বরূপ ডেপুটি প্রেস সেক্রেটারি পদে নিয়োগ করা হল তাঁকে।
উল্লেখ্য, দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে আসার পর ট্রাম্প ২.০ ক্যাবিনেটে দেখা যাচ্ছে একের পর এক ভারতীয় বংশোদ্ভূতের ভিড়। এর আগে এফবিআইয়ের ডিরেক্টরের বসানো হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ প্রমোদ প্যাটেলকে। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ (NIH)-এর ডিরেক্টর পদ দেওয়া হয়েছে ভারতীয় বংশোদ্ভূত ডঃ জয় ভট্টাচার্যকে। এছাড়া টিম ট্রাম্পে রয়েছেন আরও ২ ভারতীয় বংশোদ্ভূত। তাঁরা হলেন রিকি গিল ও সৌরভ শর্মা। রিকিকে জাতীয় নিরাপত্তা পর্ষদের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিভাগের সিনিয়র ডিরেক্টর করেছেন ট্রাম্প এবং সৌরভ শর্মাকে পার্সোনেল অফিসের দায়িত্ব দেওয়া হয়েছে।