shono
Advertisement
Donald Trump

ওবামা-বাইডেনের নীতির জন্যই বিমান দুর্ঘটনা! ৬৭ জনের মৃত্যুর পরে আজব সাফাই ট্রাম্পের

আমি কি সাঁতার কেটে যাব নাকি? দুর্ঘটনাস্থল পরিদর্শন নিয়ে কটাক্ষ ট্রাম্পের।
Published By: Anwesha AdhikaryPosted: 09:15 AM Jan 31, 2025Updated: 09:28 AM Jan 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনার জন্য দায়ী বারাক ওবামা এবং জো বাইডেনের নীতি। আজব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের কাছে বিমান ও মার্কিন সেনার একটি হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার জন্য সরাসরি পূর্বসুরিদের দিকেই আঙুল তুলেছেন ট্রাম্প। ঘটনাস্থল পরিদর্শন করবেন কিনা, সেই প্রশ্নের পালটা দিয়ে ট্রাম্পের উত্তর, "আমি কি সাঁতার কেটে যাব নাকি?"

Advertisement

দুর্ঘটনার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা হল সেটা এখনও জানা যায়নি। তবে ওবামার আমলে যেভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মীদের নিয়োগ করা হত, তাতে সার্বিকভাবে বিমান নিরাপত্তার মান কমেছে। কর্মীদের মধ্যে বৈচিত্র আনতে গিয়েই নাকি অধঃপতন হয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের। ট্রাম্পের মতে, সাধারণ মানুষ এই কাজ করতে পারবেন না। তার জন্য প্রতিভাবান জিনিয়াস প্রয়োজন।

তাহলে নিম্নমানের কর্মীদের জন্যই ভয়াবহ দুর্ঘটনা ঘটল? সেই প্রশ্নের সরাসরি উত্তর দেননি মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, "এরকম তো হতেও পারে।" কোন যুক্তিতে এমন কথা বলছেন? ট্রাম্পের উত্তর, "আমার তো সাধারণ বুদ্ধি আছে।" সাংবাদিকদের মধ্যে একজন প্রশ্ন করেন, ট্রাম্প কি দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যাবেন? উত্তরে রিপাবলিকান নেতা কটাক্ষের সুরে বলেন, "আমি কি সাঁতার কেটে যাব নাকি?" তবে ট্রাম্পের সুরেই সুর মেলান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। তাঁর মতে, অশ্বেতাঙ্গদের নিয়োগের জেরেই প্রশ্নের মুখে পড়ছে বিমানের নিরাপত্তা।

উল্লেখ্য, বৃহস্পতিবার হোয়াইট হাউসের কাছে বিমান ও মার্কিন সেনার একটি হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জনের মৃত্যু হয়েছে। বিমানে ছিলেন ৬০ জন যাত্রী। কপ্টারে সঙ্গে ধাক্কা লাগায় সেটি ভেঙে পড়ে কাছের পোটোম্যাক নদীতে। পরে জানা যায়, বিমান এবং কপ্টারে থাকা ৬৭ জনেরই মৃত্যু হয়েছে। তার মধ্যে ৪০ জনের দেহ উদ্ধার হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা হল সেটা এখনও জানা যায়নি।
  • তাহলে নিম্নমানের কর্মীদের জন্যই ভয়াবহ দুর্ঘটনা ঘটল? সেই প্রশ্নের সরাসরি উত্তর দেননি মার্কিন প্রেসিডেন্ট।
  • বিমান এবং কপ্টারে থাকা ৬৭ জনেরই মৃত্যু হয়েছে। তার মধ্যে ৪০ জনের দেহ উদ্ধার হয়েছে।
Advertisement