shono
Advertisement

Breaking News

Donald Trump

৫০ বছরে তিন বিয়ে, মেলানিয়ার সঙ্গে ২১তম বিবাহবার্ষিকী সেলিব্রেট ট্রাম্পের, কেমন স্বামী মার্কিন প্রেসিডেন্ট?

১৯৯০ সালে নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন সাড়া ফেলে দেয় আমেরিকায়। যার শিরোনাম ছিল 'Best Sex I've Ever Had'। সেখানে ডোনাল্ড ট্রাম্পের যৌন ক্ষমতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন মারলা।
Published By: Amit Kumar DasPosted: 08:08 PM Jan 23, 2026Updated: 08:21 PM Jan 23, 2026

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২১তম বিবাহবার্ষিকী। রীতিমতো ধুমধাম করে ফ্লোরিডায় নিজের রিসর্টে এই বিবাহবার্ষিকী পালন করলেন ট্রাম্প। তাঁর দুই দশকের এই বিবাহবার্ষিকী উপলক্ষ্যে সোশাল মিডিয়ায় অভিনন্দন জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে। পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারাও। তবে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ২১ বছর ধরে সংসার পাতলেও ট্রাম্পের দাম্পত্য জীবন প্রায় ৫০ বছরের। মেলানিয়ার আগে আরও দুই স্ত্রী ছিল মহিলা সম্পর্কে এভারগ্রিন ট্রাম্পের।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম বিয়ে করেছিলেন ১৯৭৭ সালে। স্ত্রী জনপ্রিয় মডেল ইভানা মারিয়া। ততদিনে সময় রিয়েল স্টেটের বেশ ফুলেফেঁপে উঠেছেন তিনি। এই বিয়ে থেকে ৩ সন্তান হয় ট্রাম্পের তাঁরা হলেন, ট্রাম্প জুনিয়র, ইভাঙ্কা এবং এরিক। দীর্ঘ ১৩ বছর পর সেই দাম্পত্যে ইতি টানেন দু'জনেই। ১৯৯০ সালে বিচ্ছেদের পর ইভানা বলেছিলেন, দীর্ঘ বছরের এই দাম্পত্য জীবন তাঁর কাছে ছিল 'কোল্ড ওয়ার ম্যারেজ'। তবে দাম্পত্যে ইতি টানলেও থেমে ছিলেন না ট্রাম্প। ওই বছরই তিনি বিয়ে করেন মার্লা ম্যাপলসকে। এদিকে ইভানার সঙ্গে বিচ্ছেদের পরই জানা যায় মার্লার গর্ভে ট্রাম্পের চতুর্থ সন্তান। ১৯৯৩ সালে বিয়ে হয় ট্রাম্প ও মার্লার।

ইভানা ট্রাম্পের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প।

৪৭ বছরের ট্রাম্পের সঙ্গে যুবতী মার্লার সম্পর্ক নিয়ে সেই সময় কম জলঘোলা হয়নি। ১৯৯০ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের এই সম্পর্ক নিয়ে নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন সাড়া ফেলে দেয় আমেরিকায়। যার শিরোনাম ছিল 'Best Sex I've Ever Had'। ডোনাল্ড ট্রাম্পের যৌন ক্ষমতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন মারলা। ১৯৯৩ সালে তাঁদের বিয়ে হলেও খুব বেশিদূর এগোয়নি তাঁদের সম্পর্ক। ১৯৯৭ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তাঁরা। ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন।

দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের সঙ্গে ট্রাম্প।

এদিকে মারলার সঙ্গে বিচ্ছেদ প্রক্রিয়া চলাকালীন স্লোভেনিয়ান মডেল মেলানিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান ট্রাম্প। মাত্র ১৬ বছর বয়সে মডেলিংয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন মেলানিয়া। ১৯৯৬ সালে তিনি পা রাখেন নিউ ইয়র্কে। ১৯৯৮ সালে এক পার্টিতে ট্রাম্পের নজরে পড়েন মেলানিয়া। তখন মারলার সঙ্গে আলাদা থাকতে শুরু করেছেন ট্রাম্প। অল্পদিনেই তাঁদের এই সম্পর্ক গতি পায়। এবার অবশ্য সরাসরি বিয়ের পথে হাঁটেননি ট্রাম্প। একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা। বেশ কয়েকবছর সময় নিয়ে ২০০৫ সালের ২২ জানুয়ারি মেলানিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ট্রাম্প। এরপর নানা কেচ্ছায় ট্রাম্পের নাম জড়ালেও বৈবাহিক সম্পর্কে আর দাড়ি টানেননি তিনি। মেলানিয়ার সঙ্গে একটি সন্তানও রয়েছে ট্রাম্পের তাঁর নাম ব্যারন ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement