সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মার্কিন পণ্যে ভারতের শুল্কছাড় নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ভারতই 'আক্ষরিক অর্থেই জিরো ট্যারিফে'র প্রস্তাব দিয়েছে। যদিও বৃহস্পতিবারই এহেন দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তবু শুক্রবার ফের সেই প্রসঙ্গ তুললেন ট্রাম্প। জানিয়ে দিলেন, এটা কার্যকর করার ব্যাপারে তাঁর কোনও তাড়া নেই।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ''বাণিজ্য করাটাই ওরা অসম্ভব করে তুলেছে। আপনারা জানেন আমেরিকার ক্ষেত্রে ১০০ শতাংশ শুল্কছাড় দেওয়া ইচ্ছা প্রকাশ করেছে ওরা?'' এই চুক্তি কত দ্রুত কার্যকর করা হবে, সেই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ''শিগগিরি হবে। তবে আমার তাড়া নেই। দেখুন, সকলেই আমাদের সঙ্গে চুক্তি করতে চাইছে।'' সেই সঙ্গেই তাঁর দাবি, সকলেই চাইছে আমেরিকার সঙ্গে এই ধরনের চুক্তি করতে।
একই কথা অবশ্য বৃহস্পতিবারও বলেছিলেন ট্রাম্প। দোহায় বিজনেস ফোরামে ভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন, ভারতে শুল্কের হার খুব বেশি। তাই ভারতে পণ্য বিক্রি করা খুব কঠিন। কিন্তু ভারত নাকি আমেরিকার জন্য এমন নীতি গ্রহণ করবে যেন মার্কিন পণ্যে কোনও শুল্কই না থাকে। এই মর্মে আমেরিকাকে নাকি প্রস্তাবও দিয়েছে নয়াদিল্লি।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্পের মন্তব্য ঘিরে প্রশ্নের মুখে পড়তে হয় বিদেশমন্ত্রীকে। প্রশ্নের জবাবে জয়শংকর জানান, “ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা চলছে। এগুলো অত্যন্ত জটিল আলোচনা। সমস্ত বিষয় নিয়ে আলোচনা না হওয়া পর্যন্ত পুরোটা বলা কঠিন। তবে যেকোনও বাণিজ্য চুক্তি দুপক্ষের কাছেই লাভবান হওয়া উচিত। অন্তত এই চুক্তি থেকে আমরা সেটাই আশা করি। তাই যতক্ষণ না চুক্তি সম্পন্ন হচ্ছে ততক্ষণ এই বিষয়ে মতামত দেওয়া উচিত নয়।” কিন্তু শুক্রবারও ফের একই বিষয়ে কথা বলে কার্যতই বিতর্ক উসকে দিলেন ডোনাল্ড ট্রাম্প।
