সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন আদালতে আত্মসমর্পণ করতে পারেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার ম্যানহ্যাটনের আদালতে দুপুর দু’টো নাগাদ আত্মসমর্পণ করতে পারেন তিনি। এই প্রক্রিয়া ঘিরে ব্যাপক বিক্ষোভের আশঙ্কা রয়েছে গোটা শহরে। অশান্তি রুখতে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর। মেয়রের তরফে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, পর্নস্টারকে ঘুষ দেওয়ার মামলায় গত সপ্তাহেই দোষী সাব্যস্ত হন ট্রাম্প।
প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার আদালতে আত্মসমর্পণ করতে পারেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট, এমনটাই শোনা যাচ্ছে। মঙ্গলবারই তাঁকে নিউ ইয়র্কের (New York) আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করতে পারেন ট্রাম্প। ইতিমধ্যেই ফ্লোরিডা থেকে ব্যক্তিগত বিমানে নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছেন তিনি।
[আরও পড়ুন: ব্যর্থ বাইডেন প্রশাসন! গোপন মার্কিন সামরিক ঘাঁটির তথ্য চিনে পাচার করেছে বেলুন, দাবি রিপোর্টে]
মার্কিন বিশেষজ্ঞদের মতে, বরাবরই চমক দিতে পছন্দ করেন ট্রাম্প। তাই কীভাবে আত্মসমর্পণ করবেন তিনি, সেই বিষয়ে আগাম কিছুই জানা যাচ্ছে না। তবে অনেকের অনুমান, অনুগামীদের একজোট করে তাদের সঙ্গে নিয়েই আদালতে পৌঁছবেন প্রাক্তন মার্কিন (USA) প্রেসিডেন্ট। সেক্ষেত্রে আদালত চত্বরে ট্রাম্পের অনুগামীরা তুমুল বিক্ষোভ দেখাতে পারেন। যাবতীয় অশান্তি এড়ানোর প্রস্তুতি নিচ্ছে স্থানীয় পুলিশ।
প্রসঙ্গত, ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ইতিমধ্যেই প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। তারপরেই প্রকাশ্যে আসে পর্ন তারকা স্টরমিকে ঘুষ দেওয়ার অভিযোগ। পর্নতারকা স্টরমির সঙ্গে আগে প্রণয়ের সম্পর্ক ছিল ট্রাম্পের। পরে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন পর্নতারকা। তিনি যাতে ট্রাম্পের বিরুদ্ধে মুখ না খোলেন, তার জন্য আইনজীবী মারফত ১ লক্ষ ৩০ হাজার ডলার পাঠানো হয়েছিল। ট্রাম্প নিজেই ওই অর্থ পাঠিয়েছিলেন বলে অভিযোগ। মঙ্গলবারই দোষী সাব্যস্ত ট্রাম্পের সাজা ঘোষণা হবে। তার আগেই আত্মসমর্পণ করতে পারেন ট্রাম্প।