সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার রাজপথে হাজার হাজার মানুষ প্রতিবাদে সরব। উঠল স্লোগান, ”নো কিংস।” অর্থাৎ আমেরিকায় কোনও রাজা নেই। কিন্তু এমন প্রতিবাদেও ট্রাম্প আছেন ট্রাম্পেই। একটি এআই ভিডিও শেয়ার করলেন তিনি, যেখানে তাঁকে দেখা গিয়েছে রাজবেশেই। অর্থাৎ মুকুট মাথায়। টাইমস স্কোয়ারে 'কিং ট্রাম্প' নামের এক যুদ্ধবিমানে চড়ে এসে প্রতিবাদীদের মাথার উপরে কাদাসদৃশ জল ঢালছেন তিনি! হলিউডের বিখ্যাত 'টপ গান' সিরিজের দৃশ্যের সঙ্গে অনেকেই মিল পেয়েছেন ট্রাম্পের এই ভিডিওর।
শনিবার মার্কিন মুলুকের বহু অঞ্চলেই দেখা গিয়েছে ট্রাম্পবিরোধী মিছিল। জানা যাচ্ছে, সবশুদ্ধ ৭০ লক্ষেরও বেশি মানুষ এদিন পথে নেমেছিলেন। তাঁদের দাবি, প্রেসিডেন্টের বহু নীতিই তাঁদের পছন্দ নয়। প্রধান মার্কিন শহরগুলি, যেমন ওয়াশিংটন ডিসি, আটলান্টা, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকোতে মিছিলে ছিল রীতিমতো জনারণ্য। কেবল নিউ ইয়র্কেই লক্ষাধিক মানুষের জমায়েত হয়েছিল বলে দাবি উদ্যোক্তাদের। আমেরিকার পতাকা হাতে নিয়ে সেই মিছিলের পরিষ্কার স্লোগান, ”নো মোর ট্রাম্প।” অর্থাৎ আর নয় ট্রাম্প।
ছবি: রয়টার্স
যদিও রিপাবলিকানরা স্বাভাবিক ভাবেই এহেন প্রতিবাদকে নস্যাৎ করে দিতে চাইছেন। তাঁরা এটাকে ‘হেট আমেরিকা র্যালি’ বলে দাগিয়ে দিচ্ছেন। সোশাল মিডিয়ায় প্রতিবাদীদের ট্রোল করছে ট্রাম্পের দলবল। এবার খোদ ট্রাম্প এআই ভিডিও পোস্ট করে প্রতিবাদীদের খোঁচা দিলেন।
তবে দমতে রাজি নন রাজি প্রতিবাদীরা। শিকাগোর গ্র্যান্ট পার্কে এক জনসভায় ৮০ বছরের মেরিলিন রিকেন বলছেন, ”পরিবর্তন এভাবেই আসে।” তাঁর চোখের সামনেই তখন আমেরিকান সংবিধানের এক রেপ্লিকায় সই করছেন প্রতিবাদীরা। সকলেই চাইছেন প্রতিবাদ করতে।
