shono
Advertisement

‘কিডনির জন্য হৃদপিণ্ডে বিশেষ জায়গা রয়েছে’, ভুল মন্তব্যে ফের হাসির খোরাক ট্রাম্প

চিকিৎসকদের একটি সভায় এমন ভুল কথা বলে বসেন মার্কিন প্রেসিডেন্ট৷ The post ‘কিডনির জন্য হৃদপিণ্ডে বিশেষ জায়গা রয়েছে’, ভুল মন্তব্যে ফের হাসির খোরাক ট্রাম্প appeared first on Sangbad Pratidin.
Posted: 06:19 PM Jul 11, 2019Updated: 06:19 PM Jul 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানবদেহে কিডনি কোথায় থাকে? বিজ্ঞান যাই বলুক না কেন, ডোনাল্ড ট্রাম্প বলছেন অন্য কথা৷ তাঁর দাবি, হৃদপিণ্ডে কিডনির জন্য একটি বিশেষ জায়গা রয়েছে৷ মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য শুনে অবাক হয়ে গিয়েছেন সকলেই৷ হেসে খুন নেটিজেনরা৷

Advertisement

[ আরও পড়ুন: মনিবকেই ছিঁড়ে খেল ১৮টি সারমেয়! প্রমাণে চোখ কপালে তদন্তকারী]

বুধবার চিকিত্‍সকদের একটি সভায় যোগ দেন ট্রাম্প৷ কিডনির ডায়ালিসিস নিয়ে আলোচনা হয় ওই সভায়৷ তারপর বক্তৃতা দিতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি বলেন, ‘‘কিডনির জন্য আপনারা অনেক কিছু করছেন৷ বোঝাই যাচ্ছে, কিডনির বিশেষ জায়গা রয়েছে হৃদপিণ্ডে৷’’

[ আরও পড়ুন: যুদ্ধের ক্ষত সারিয়ে দুই কোরিয়াকে ‘এক করতে’ কিমের দেশে ইন-গুক]

এই প্রথমবার নয়, এর আগেও বিভিন্ন বিষয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ দিনকয়েক আগে চাঁদ মঙ্গলগ্রহের অংশ বলে দাবি করে টুইট করেছিলেন তিনি৷ নাসা-সহ গোটা বিশ্বই ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখে ঘাবড়ে গিয়েছিল৷ যদিও এই দাবির সত্যতা যে একেবারেই নেই, তা বুঝতে বিশেষ বেগ পেতে হয়নি কাউকেই৷ এবার তাঁর কিডনির জন্য হৃদপিণ্ডের বিশেষ জায়গা আছে- এই দাবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷শারীরবিজ্ঞানকেই প্রায় গুলিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷

[ আরও পড়ুন: সাবধান! কিছুক্ষণের মধ্যেই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠতে পারে দেশ]

মার্কিন ট্রাম্পের মন্তব্যের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ নেটিজেনরা ট্রাম্পের মন্তব্য শুনে হেসে খুন৷ অনেকেই সন্দেহপ্রকাশ করছেন তবে কি কিডনি এবং হৃদপিণ্ডের দূরত্বও জানেন না ডোনাল্ড ট্রাম্প?

The post ‘কিডনির জন্য হৃদপিণ্ডে বিশেষ জায়গা রয়েছে’, ভুল মন্তব্যে ফের হাসির খোরাক ট্রাম্প appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement