shono
Advertisement
Donald Trump

'বন্ধু' মোদির সফরের আগেই ইস্পাত-অ্যালুমিনিয়ামে চড়া শুল্ক ট্রাম্পের, কী প্রভাব ভারতের বাণিজ্যে?

নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 06:12 PM Feb 11, 2025Updated: 06:18 PM Feb 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার আমেরিকা যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু 'বন্ধু'র সফরের আগেই ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর নতুন করে শুল্ক বসানোর কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ধাতুগুলোর পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আদায়ের কথা জানিয়েছেন। এতেই নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। ট্রাম্পের এই শুল্কনীতিতে কতটা প্রভাব পড়বে ভারতের বাণিজ্যে? 

Advertisement

দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেই ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণা করেছিলেন ট্রাম্প। বন্ধু দেশের উপর তাঁর এহেন পদক্ষেপ নিয়ে নানা জলঘোলা হয়। এই পরিস্থিতিতে মোদির আমেরিকা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। আগামী বৃহস্পতিবার সাক্ষাৎ হবে ট্রাম্প-মোদির। মনে করা হচ্ছে, এই বৈঠকে অভিবাসননীতি ও নয়া মার্কিন শুল্কনীতির প্রসঙ্গ উঠতে পারে। কিন্তু তার আগেই মার্কিন প্রেসিডেন্ট জানালেন, আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর ২৫ শতাংশ শুল্ক বসানো হবে।

ট্রাম্পের এই ঘোষণাতেই খাদের মুখে এসে পড়েছে ভারতের ১০০ কোটি ডলারের রপ্তানি। কারণ দিল্লি যে অ্যালুমিনিয়াম রপ্তানি করে তার প্রায় ১২ শতাংশ যায় আমেরিকায়। এই অতিরিক্ত শুল্কে জেরে স্বাভাবিকভাবেই মার্কিন কোম্পানিগুলো আর ভারতের থেকে চড়া দামে পণ্য কিনতে চাইবে না। ধাক্কা খাবে ভারতীয় বাণিজ্য। আর এই সুযোগে বাজারে ছেয়ে যাবে সস্তার চিনা অ্যালুমিনিয়াম ও ইস্পাতে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (GTRI)-এর পরিসংখ্যান বলছে এই 'বাণিজ্য যুদ্ধ' শুরু হয়েছে ২০১৮ সাল থেকেই। সেই সময় আমেরিকা ৩১.১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি করেছিল। ২০২৪ সালে এই মূল্য বৃদ্ধি পেয়ে হয় ৩৩ বিলিয়ন। আন্তর্জাতিক আর্থিক গবেষণা সংস্থা মুডি'স রেটিংয়ের সহ সভাপতি হুই টিং সিম জানান, "ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক চাপাচ্ছেন তাতে ইস্পাতের বাজারে নতুন করে প্রতিযোগিতা তৈরি হবে। আর চাপ বাড়বে ভারতের উপরেও। পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতকে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।"

প্রসঙ্গত, আগামী ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি। দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসেছেন ট্রাম্প। এই সাফল্যের পর প্রথমবার বন্ধুর সঙ্গে দেখা করবেন নমো। এই সাক্ষাতে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে এনিয়ে বিশ্বাসী তিনি। ফলে এই শুল্ক নিয়ে ট্রাম্পের সঙ্গে মোদি আলোচনা করেন কি না সেদিকেই নজর কূটনীতিকদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর নতুন করে শুল্ক বসানোর কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • এই ধাতুগুলোর পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আদায়ের কথা জানিয়েছেন।
  • ট্রাম্পের এই ঘোষণাতেই খাদের মুখে এসে পড়েছে ভারতের ১০০ কোটি ডলারের রপ্তানি।
Advertisement