সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বিশ্বের ধনীতম ব্যক্তি। ১৪ সন্তানের জনক। টেসলা কর্তা এলন মাস্ক (Elon Musk)। সন্তানদের নাম রাখা নিয়েও খবরে থাকেন এই মার্কিন শিল্পপতি। বর্তমান চর্চায় মাস্কের এক ছেলে 'স্ট্রাইডার শেখর'। টেসলার মালিক আগেই জানিয়েছিলেন যে তাঁর ভারত যোগের কারণেই ছেলের নাম রেখেছেন 'শেখর'। এই নাম ঘিরে বর্তমানে নেটপাড়ায় শোরগোল। সম্প্রতি সোশাল মিডিয়ায় শেখরের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন টেলসা কর্তা। মুহুর্তে ভাইরাল হয়েছে সেই ছবি। প্রশ্ন হল, মাস্কের সন্তানদের অদ্ভুত সব নামের ভিড়ে হঠাৎ এমন খাঁটি ভারতীয় নাম এল কোথা থেকে?
একটি পডকাস্টে মাস্ক বলেন, “অনেকেই হয়তো জানেন না, আমার পার্টনার শিভন জিলিস অর্ধেক ভারতীয়। ওর সঙ্গে আমার যে সন্তান রয়েছে, তাদের মধ্যে একজনের নাম রেখেছি শেখর।" কোথা থেকে এই নাম? স্পেস এক্সের কর্তা জানান, নোবেলজয়ী কিংবদন্তি ভারতীয় পদার্থবিদ সুব্র্যাহ্মণ চন্দ্রশেখরের প্রতি তাঁর অগাধ শ্রদ্ধার অনন্য নিদর্শন হিসেবেই ছেলের এই নাম রেখেছেন তিনি। উল্লেখ্য, ১৯৮৩ সালে নোবেল জিতেছিলেন ইন্দো-মার্কিন মহাকাশবিজ্ঞানী সুব্র্যাহ্মণ চন্দ্রশেখর।
চমকের এখানেই শেষ নয়। ছোট্ট শেখরের ধমনীতে সত্যিই বইছে ভারতীয় রক্ত। এই ভারতীয় যোগসূত্র এসেছে তাঁর মা, শিভন জিলিসের তরফ থেকে। না শেখরের মা শিভন জিলিস ভারতীয় নন, তিনি জন্মসূত্রে ক্যানাডিয়ান। তবে তাঁর শিকড় রয়েছে ভারতেই। শিভনের মা শারদা জিলিস একজন পাঞ্জাবি হিন্দু। অর্থাৎ শেখরের দিদিমা ভারতীয়। পডকাস্টে মাস্ক বলেন, মাস্ক বলেন, “আমার সঙ্গী আধা ভারতীয়। যাঁরা ভারত থেকে আমেরিকায় গিয়েছেন, তাঁদের অবদানে আমেরিকা যথেষ্ট উপকৃত হয়েছে।”
যাকে নিয়ে এত কথা, সেই ছেলে শেখরের সঙ্গে এবার ছবিও পোস্ট করলেন পৃথিবীর ধনীতম ব্যক্তি এলন মাস্ক। যা বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে। ছবিটি অবশ্য খুদে শেখরের পিছন দিক থেকে তোলা ফলে মুখ দেখা যাচ্ছে না। সঙ্গে রয়েছে আরেক সন্তানও।
