সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদাধিকারিক ধনকুবের এলন মাস্কের বাবা এরল মাস্ক জানালেন, 'বারাক সমকামী এবং মিশেল ওবামা আসলে পুরুষ।' তাঁর এহেন কুমন্তব্যে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে মার্কিন রাজনীতিতে।
সম্প্রতি আমেরিকায় এক ইউটিউব চ্যানেলের পডকাস্টে অংশ নিয়েছিলেন এরল। সেখানে মার্কিন রাজনীতি নিয়ে আলোচনায় বারাক ওবামাকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ''আমরা বুঝতে পারি ওবামা আসলে সমকামী বিয়ে করেছেন। তিনি একজন পুরুষকে বিয়ে করেছেন যিনি মহিলাদের পোশাক পরে থাকেন। সকলে এই বিষয়ে অবগত না হলেও আমরা বুঝতে পারি।" এমন মন্তব্য শুনে সঞ্চালক পালটা প্রশ্ন করেন, "তাহলে মিশেল ওবামা কি পুরুষ?'' উত্তরে এরল বলেন, "অবশ্যই।"
এখানেই থামেননি এরল। নিজের মন্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে তাঁর আরও দাবি, ২০১৪ সালে জোয়ান রিভার্স প্রকাশ্যে এই নিয়ে মন্তব্য করেছিলেন। আশ্চর্যজনকভাবে তার মাত্র দুই সপ্তাহ পর মৃত্যু হয় জোয়ানের। এক অস্ত্রোপচার করাতে গিয়ে কোমায় চলে যান তিনি। এরপর মৃত্যু হয়। আসলে তাঁকে হত্যা করা হয়েছিল। যদিও তাঁর কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে এহেন বিতর্কিত মন্তব্য সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গিয়েছে। সরব হয়েছেন নেটিজেনরা। যদিও এই ইস্যুতে এখনও কোনও মন্তব্য করেননি ওবামা দম্পতি।
উল্লেখ্য, ১৯৮৯ সালে এক ল ফার্মে চাকরি করার সময় আলাপ হয় বারাক ও মিশেলের। ১৯৯২ সালে বিয়ে করেন তাঁরা। বর্তমানে তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে মালিয়া এবং সাশা। তবে বারাক নিয়ে কুমন্তব্য করলেও নিজের পুত্র এমন মাস্কেরও সমালোচনা করেন বাবা এরল। তাঁর দাবি, এলন ভালো বাবা হতে পারেননি। সন্তানদের সময় দেন না। এমনকি এলনের প্রথম সন্তানের মৃত্যুর জন্য তাকেই দায়ী করেন এরল। কিছুদিন আগে বাবার বিরুদ্ধেও তোপ দাগতে দেখা গিয়েছিল এলন মাক্সকে। নিজের বাবাকে 'অসৎ' ও 'ভয়ঙ্কর' বলে উল্লেখ করেন তিনি।
