shono
Advertisement
Russia Ukraine War

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য! বিস্ফোরক অভিযোগে ভারতীয় সংস্থার উপর নিষেধাজ্ঞা EU-এর

মোট ৪৫টি সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপাল ইউরোপীয় ইউনিয়ন।
Published By: Anwesha AdhikaryPosted: 10:38 AM Oct 24, 2025Updated: 01:20 PM Oct 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে শক্তিশালী করছে ভারতীয় সংস্থা! এমনই বিস্ফোরক অভিযোগ এনে মোট ৪৫টি সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপাল ইউরোপীয় ইউনিয়ন। ওই সংস্থাগুলির মধ্যে তিনটি ভারতীয়, এমনটাই জানা গিয়েছে সংবাদসংস্থা পিটিআই সূত্রে। এই নিষেধাজ্ঞা নিয়ে নয়াদিল্লির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, রুশ তেল কিনে আদতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে মদত জোগাচ্ছে ভারত। সেকারণে ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও চাপিয়েছেন ট্রাম্প। তবে ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ অন্যরকম। বৃহস্পতিবারের প্রকাশিত বিবৃতিতে ইইউ জানিয়েছে, 'ড্রোন, মাইক্রোইলেকট্রনিকস, অত্যাধুনিক কম্পিউটার ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে ৪৫টি সংস্থা রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে সাহায্য করছে। রাশিয়াকে সরাসরি সমর্থন করার কারণেই এই সংস্থাগুলিকে নিষিদ্ধ করা হল।'

জানা গিয়েছে, এই ৪৫ সংস্থার মধ্যে অধিকাংশই রাশিয়ার। তার বাইরে ১২টি চিন এবং হংকংয়ের। তিনটি সংস্থা ভারতের। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় থাকা ভারতীয় সংস্থাগুলি হল, এরোট্রাস্ট এভিয়েশন প্রাইভেট লিমিটেড, অ্যাসেন্ড এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং শ্রী এন্টারপ্রাইজেস। এছাড়াও থাইল্যান্ডের দু'টি সংস্থাকে নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে। তবে এই সংস্থাগুলি ঠিক কীভাবে রাশিয়াকে সাহায্য করেছে, সেই নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, মাসদেড়েক আগেই ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আলোচনার পরেই উরসুলা জানিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রাশিয়া যেন যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর পথে হাঁটে, সেটা নিশ্চিত করতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু তারপর ভারতেরই তিন সংস্থাকে নিষিদ্ধ করে দিল ইইউ। এখনও এই বিষয়ে ভারতে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ভারতের সংস্থাগুলি ঠিক কী কাজ করে, তাও জানা যায়নি। এই নিষেধাজ্ঞার ফলে তাদের কতখানি ক্ষতি হতে পারে, চলছে চর্চা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, রুশ তেল কিনে আদতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে মদত জোগাচ্ছে ভারত।
  • এই ৪৫ সংস্থার মধ্যে অধিকাংশই রাশিয়ার। তার বাইরে ১২টি চিন এবং হংকংয়ের। তিনটি সংস্থা ভারতের।
  • মাসদেড়েক আগেই ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Advertisement