সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলার ঘটনায় শিউরে উঠেছিল বিশ্ব। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল রক্তাক্ত রিপাবলিকান নেতার ছবি ও ভিডিও। কিন্তু এবার জানা গেল ফেসবুক সেই ছবিটিকেই 'ভুয়ো' বলে দাগিয়ে দিয়েছে। এবং যাঁরা সেটা শেয়ার করেছেন তাঁদের অনেকেই হুঁশিয়ারি পেয়েছেন অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। অবশেষে এই ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা।
এদিকে এই বিতর্কে এক্স হ্যান্ডলের তরফেও খোঁচা দেওয়া হয়েছে। কিন্তু মেটার জনসংযোগ কর্তা ডানি লিভার জানিয়েছেন, এক্সের তরফে যে অভিযোগ তোলা হয়েছে তা ঠিক নয়। পক্ষপাতহীন ফ্যাক্ট-চেকার সিস্টেম রক্তাক্ত ট্রাম্পের একটি একই ধরনের ছবি পরীক্ষা করে দেখেছিল। এবং আবিষ্কার করেছিল সেটি ভুয়ো। গোলমালের সূত্রপাত এখানেই। ফেসবুক তাদের ভুলের জন্য দুঃখপ্রকাশ করেছে। জুকারবার্গের সংস্থার তরফে জানা গিয়েছে, ট্রাম্পের গুলি লাগার একটি ছবিতে সিক্রেট সার্ভিস এজেন্টকে হাসতে দেখা গিয়েছিল। সেই ছবিটি ছিল ভুয়ো। এহেন ছবি সরাতে গিয়েই আসল ছবিকেই ভুয়ো বলে দাগিয়ে দেয় ফেসবুকের (Facebook) অ্যালগরিদম ব্যবস্থা।
[আরও পড়ুন: গরুপাচার কাণ্ড: CBI মামলায় অনুব্রত মণ্ডলের জামিন, জেলমুক্তি হবে?]
গত ১৩ জুলাই নির্বাচনী জনসভায় গিয়ে হামলার শিকার হন ট্রাম্প (Donald Trump)। জানা যায়, দলীয় কর্মীর ছোঁড়া গুলি কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছে বর্ষীয়ান নেতার। সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরেছেন তিনি। মামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকসকে ঘটনাস্থলেই খতম করে সিক্রেট সার্ভিসের অফিসাররা। তবে গুলি খাওয়ার পরেও ভেঙে পড়েননি ট্রাম্প। প্রাথমিক চিকিৎসা সেরেই তিনি নেমে পড়েছেন নির্বাচনী প্রচারে। তারও আগে আক্রান্ত হওয়ার পরই তাঁকে মুষ্ঠিবদ্ধ হাত শূন্যে তুলে 'ফাইট ফাইট ফাইট' বলতে শোনা গিয়েছে। এমনকী হামলার পর প্রথম নির্বাচনী জনসভা থেকে রীতিমতো হুংকারের সঙ্গে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, “আমি মোটেই চরমপন্থী নই। গত সপ্তাহে আমি গণতন্ত্রের জন্য গুলি খেয়েছি।”