সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুনিয়ার প্রত্যেক কোনা থেকে খুঁজে বের করে আনা হবে আমেরিকার 'শত্রুদের'। দায়িত্ব নেওয়া পরেই সাফ হুঁশিয়ারি দিলেন এফবিআইয়ের নতুন ডিরেক্টর কাশ প্যাটেল। মাসতিনেক আগেই এফবিআইয়ের ডিরেক্টরের পদে বেছে নেওয়া হয়েছিল এই ভারতীয় বংশোদ্ভূতকে। বৃহস্পতিবার তাঁর মনোনয়নে সিলমোহর দিয়েছে মার্কিন সেনেট।
বরাবরই ডোনাল্ড ট্রাম্প-ঘনিষ্ঠ বলে পরিচিত এই ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। তাঁর পুরো নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল। যদিও এফবিআই প্রধান হওয়ার যাত্রাটা খুব একটা সহজ ছিল না কাশের পক্ষে। তিনি মনোনীত হলেও এফবিআই ডিরেক্টর পদে আরও দুই রিপাবলিকান সেনেটর মনোনয়ন দেন। তবে শেষ পর্যন্ত ৫১-৪৯ ব্যবধানে পাশ হয় কাশের মনোনয়ন। ভারতীয় বংশোদ্ভূত আইনজীবীর পক্ষে ভোট দেন প্রত্যেক ডেমোক্র্যাট সেনেটর।
দায়িত্ব পাওয়ার পরেই এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করে কাশ লেখেন, 'এফবিআইয়ের ডিরেক্টর হতে পেরে আমি সম্মানিত। ৯/১১র হামলার পর আমেরিকাবাসীকে রক্ষা করা থেকে শুরু করে আরও নানা ক্ষেত্রে বিশেষ ঐতিহ্য রয়েছে এফবিআইয়ের। তাই আমেরিকাবাসী স্বচ্ছ এফবিআই চান। বর্তমানে বিচারবিভাগ রাজনীতির অধীনে চলে গিয়েছে বলে মানুষ আস্থা হারাচ্ছেন, কিন্তু সেটা আর চলবে না। আর যারা আমেরিকার ক্ষতি করার চেষ্টা করে, তাদের জন্য হুঁশিয়ারি রইল। এই পৃথিবীর যেকোনও কোনা থেকে খুঁজে বের করব।'
প্রসঙ্গত, বাবা উগান্ডার ও মা তানজানিয়ার হলেও কাশ প্যাটেলের জন্ম মার্কিন মুলুকেই। তাঁদের পরিবারের সঙ্গে গুজরাটের যোগসূত্র রয়েছে। কাশের পড়াশোনা নিউইয়র্কে হলেও ফ্লোরিডায় শুরু কর্মজীবন। প্রথমে স্টেট পাবলিক ডিফেন্ডার এবং পরে ফেডেরাল পাবলিক ডিফেন্ডার হিসেবে কাজ করেছেন। মার্কিন প্রশাসনিক মহলে দীর্ঘদিন ধরেই পরিচিত তিনি। মার্কিন জঙ্গিবিরোধী কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। হোয়াইট হাউসেও তিনি কাজ করেছেন। এনএসসির সিনিয়র ডিরেক্টর পদে ছিলেন। তাই ক্ষমতায় প্রত্যাবর্তনের পরই তাঁকে এফবিআই ডিরেক্টর হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প।
