যুদ্ধবিরতির রফাসূত্রের খোঁজে প্রথমবার মুখোমুখি বসতে চলেছে রাশিয়া, আমেরিকা এবং ইউক্রেন। শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহিতে সেই বৈঠক হতে চলেছে বলে জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল ইকোনমিক ফোরামে এ কথা জানান তিনি।
জেলেনস্কি বলেন, "আগামিকাল এবং তার পরের দিন ত্রিস্তরীয় বৈঠক হবে। কোনও আলোচনা না হওয়ার চেয়ে এটা ভালো।" বৃহস্পতিবারই ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে আমেরিকার প্রতিনিধি দল। জেলেনস্কি জানান, ইউক্রেনের সঙ্গে বৈঠকের পর আমেরিকার প্রতিনিধি দলের রাশিয়া যাওয়ার কথা। সেখানে মস্কোর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, "আপস করার জন্য তৈরি থাকতে হবে রাশিয়াকে। শুধু রাশিয়া নয়, সকলকেই। এটা আমাদের জন্য ভীষণ জরুরি। দেখা যায় কী হয়।" যদিও বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, তা অবশ্য স্পষ্ট করেননি জেলেনস্কি।
প্রসঙ্গত, দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে আমেরিকার দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার জানান, দুই রাষ্ট্রনেতার রাষ্ট্রনেতার বৈঠকের প্রধান লক্ষ্য রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গে আলোচনা ও শান্তি ফিরিয়ে আনা। তিনি বলেন, ‘‘শান্তিপ্রক্রিয়ার অনেক অগ্রগতি হয়েছে। এখন আলোচনার সাফল্য কেবল একটি শেষ বিষয়ের উপর নির্ভর করছে।’’ উইটকফ সরাসরি, ‘শেষ বিষয়’টি জানাননি। তবে তাঁর ইঙ্গিত, জ়েলেনস্কি যদি রুশ অধিগৃহীত অঞ্চলের উপর ইউক্রেনের দাবি থেকে সরে আসেন, তবে যুদ্ধবিরতি সম্ভব।
