shono
Advertisement
Germany

জার্মানিতে বসে গুপ্তচরবৃত্তি! রুশ কূটনীতিককে বরখাস্ত করল জার্মানি

গুপ্তচরবৃত্তির অভিযোগে এক রুশ কূটনীতিককে বরখাস্ত করল জার্মানি। বার্লিনের রুশ দূতাবাসে ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে সম্প্রতি জার্মান সরকার এক মহিলাকে গ্রেপ্তার করেছে।
Published By: Saurav NandiPosted: 08:40 PM Jan 22, 2026Updated: 08:40 PM Jan 22, 2026

গুপ্তচরবৃত্তির অভিযোগে এক রুশ কূটনীতিককে বরখাস্ত করল জার্মানি। বার্লিনের রুশ দূতাবাসে ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে সম্প্রতি জার্মান সরকার এক মহিলাকে গ্রেপ্তার করেছে। তাঁর সূত্র ধরেই ওই রুশ কূটনীতিক সম্পর্কে জানতে পেরেছে জার্মান সরকার।

Advertisement

জার্মানির বিদেশ মন্ত্রক জানিয়েছে, কূটনৈতিক কাজকর্মের আড়ালে গুপ্তচরবৃত্তি বরদাস্ত করে না জার্মান সরকার। রুশ রাষ্ট্রদূতকে এ ব্যাপারে তলব করা হয়েছিল। তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া যে, অভিযুক্ত কূটনীতিককে তারা বরদাস্ত করতে চলেছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে যে মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর জার্মানি এবং ইউক্রেনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি ২০২৩ সালের নভেম্বর থেকে রুশ দূতাবাসের এক কূটনীতিকের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

জার্মান সরকারের দাবি, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের কার্যকলাপ যেখানে যেখানে হয়, সেই সব জায়গায় তথ্য রাশিয়াকে দিয়েছিলেন ওই মহিলা। পাশাপাশি, ইউক্রেনে কোথা থেকে ড্রোনের সরবরাহ হয়, সেই সংক্রান্ত তথ্যও রাশিয়াকে দেওয়া হয়েছিল। এ ছাড়াও বার্লিনে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও রুশ কূটনীতিককে নিয়ে যেতেন অভিযুক্ত মহিলা।

জার্মানির প্রতিরক্ষা মন্ত্রকও জানিয়েছে, গুপ্তচরবৃত্তিতে নাম জড়িয়েছে জার্মানির দুই প্রাক্তন সেনাকর্তারও। তাঁদের মধ্যে একজন সম্প্রতিই অবসর নিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement