shono
Advertisement

ডুডলে নাসার নয়া সৌরজগত সন্ধানকে কুর্নিশ জানাল গুগল

আপনিও দেখে নিন কীভাবে দূরবীনের চোখ রেখে নিজের মতো সাত গ্রহের সন্ধান পেল পৃথিবী৷ The post ডুডলে নাসার নয়া সৌরজগত সন্ধানকে কুর্নিশ জানাল গুগল appeared first on Sangbad Pratidin.
Posted: 10:20 AM Feb 23, 2017Updated: 05:20 AM Feb 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাসার সাফল্যের কাহিনি উঠে এল গুগলের ডুডলে৷ তাও আবার সুন্দর একটি অ্যানিমেশনের আকারে৷ ছোট্ট এই কাহিনিতে দূরবীনে চোখ রেখেছে স্বয়ং পৃথিবী৷ সঙ্গে একটু উকিঝুঁকি মারছে চাঁদও৷ হঠাৎ হাসিমুখে সামনে চলে এসেছে পৃথিবীর মতোই একটি গ্রহ৷

Advertisement

মোদি ম্যাজিকেই উত্তরপ্রদেশে বিজেপির পাল্লা ভারী, দাবি বুকিদের

ঠিক এমনটাই যেন হয়েছে নাসার ক্ষেত্রে৷ আস্ত সৌরজগতের সন্ধান পেয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার  বিজ্ঞানীরা৷ সেই জগতের সাতটি গ্রহ এক্কেবারে পৃথিবীর মতো৷ তাও আবার বসবাসযোগ্য৷ নাসার তরফে একটি টুইটবার্তায় বলা হয়েছে এই নতুন রেকর্ডের কথা৷ নাসার সদর দফতর ওয়াশিংটনে একটি সাংবাদিক সম্মেলনে বিজ্ঞানীরা বলেন, ট্র্যাপিস্ট-১ নামে একটি অতি শীতল বামন নক্ষত্র ঘিরে সাতটি গ্রহ প্রদক্ষিণ করছে৷ গ্রহগুলির পৃষ্ঠে মহাসাগরের অস্তিত্বও থাকতে পারে৷ বিশেষ করে ট্র্যাপিস্ট-১ নক্ষত্রটি পৃথিবীর তুলনায় শীতল৷ এটিও বসবাসযোগ্য৷ প্রায় ৪০ আলোকবর্ষ দূরে এই সৌরজগতের হদিশ মিলেছে৷ এই প্রথমবার এমন সৌরজগতের সন্ধান মিলল, যেখানে অনেকগুলি গ্রহ একটি বড় নক্ষত্রকে ঘিরে প্রদক্ষিণ করছে৷ এর মধ্যে তিনটি গ্রহতেই প্রাণের অস্তিত্বের সম্ভাবনায় জোর দিচ্ছেন বিজ্ঞানীরা৷

সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত তিন জওয়ান

সাম্প্রতিক সময়ের এই আবিষ্কারের কথা ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত হয়েছে৷ সাংবাদিক সম্মেলনে এই গবেষণার অন্যতম বিজ্ঞানী মাইকেল গিলন বলেন, এই সাতটি গ্রহে খুব সম্ভবত জলের অস্তিত্ব রয়েছে৷ ফলে গ্রহপৃষ্ঠে প্রাণের সন্ধানও মিলতে পারে৷ মাইকেল জানান, ট্র্যাপিস্ট-১ নামে বামন নক্ষত্রটিই এই গ্রহের সূর্য৷ এটি অতি শীতল৷ সূর্যের প্রায় এক দশমাংশ আকারের নক্ষত্রটি সূর্যের তুলনায় এক সহস্রাংশ কম উজ্জ্বল৷ ফলে গ্রহগুলি ট্র্যাপিস্টের কাছাকাছিই রয়েছে৷ গ্রহগুলি বসবাসযোগ্য৷ বৃহস্পতি গ্রহ থেকে চাঁদের যা দূরত্ব, গ্রহগুলি ট্র্যাপিস্টের থেকে ঠিক ততটাই দূরে রয়েছে৷ তবে গ্রহগুলির আকার পৃথিবীর মতোই৷

বিজ্ঞানী আমাউরি ট্রাইয়ড বলেন, খুব বিশদে এ গ্রহগুলির পরিবেশ নিয়ে গবেষণা করা যাবে৷ ২০১৮ সালেই নাসা জেমস ওয়েব টেলিস্কোপ আনছে৷ সেটির মাধ্যমেই গ্রহগুলির বায়ুমন্ডলের মধ্যে কী কী রয়েছে তা জানা যাবে৷ যদি বায়ুমন্ডলের মধ্যে ওজোন, অক্সিজেন, বা মিথেনের অস্তিত্ব প্রমাণিত হয়, তাহলে প্রাণের সন্ধান থাকার সম্ভাবনা বেশ উজ্জ্বল৷ জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এই মূহূর্তে যে টেলিস্কোপ রয়েছে, তাতে দেখা গিয়েছে গ্রহগুলি পরস্পরের বেশ কাছাকাছি অবস্থিত৷


নিউ ইয়র্কের দেওয়ালে ফুটে উঠেছে ট্রাম্প-পুতিনের ‘প্রেমকাব্য’

The post ডুডলে নাসার নয়া সৌরজগত সন্ধানকে কুর্নিশ জানাল গুগল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement