সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী লস্করের মাথা হাফিজ সইদ যে পাকিস্তানেই বহাল তবিয়তেই রয়েছেন এই গুঞ্জন আজকের নয়। পহেলগাঁও জঙ্গি হামলাতেও তার নাম উঠে এসেছে। বলা হচ্ছে, এই হামলার পিছনেও রয়েছে তার মাথাই। এই পরিস্থিতিতে মিলল পাকিস্তানে হাফিজের ডেরার ছবি! এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। ওই সংবাদমাধ্যম একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে, যে বাড়িটিকে দেখা যাচ্ছে সেটি আসলে হাফিজ সইদের আস্তানা! যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
ভিডিওয় দেখা যাচ্ছে, এক সাদা রঙের অতিকায় অট্টালিকায় এখন থাকে হাফিজ। বাড়িটি কিন্তু কোনও পাণ্ডববর্জিত স্থানে নয়, রীতিমতো ঘনবসতির মাঝে অবস্থিত। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা একটি ছবি দেখিয়ে ওই সংবাদমাধ্যম দাবি করেছে, হাফিজের বর্তমান বাসস্থানের পাশে রয়েছে মসজিদ ও মাদ্রাসা। রয়েছে একটি প্রাইভেট ব্যাঙ্ক।
পাকিস্তান যে জঙ্গিদের আঁতুড়ঘর, তা বোধহয় এক 'ওপেন সিক্রেট'। সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে ধূসর তালিকাতেও ঢুকতে হয়েছে তাদের। সেই তালিকা থেকে নিষ্কৃতি মিললেও ইসলামাবাদ যে একই ভাবে জঙ্গিদের আশ্রয় দিয়ে চলেছে সেটাই যেন ফের পরিষ্কার হল হাফিজের ডেরার সন্ধানের মধ্যে দিয়ে।
এদিকে পহেলগাঁও হামলার দায় স্বীকার করে নিয়েছে ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’। এই গোষ্ঠী লস্করেরই ‘ছায়া-সংগঠন’। যদিও আপাত ভাবে লস্করের প্রভাব এখন উপত্যকায় অনেকটাই ক্ষীণ, তবুও এই ধরনের ‘ছায়াদানব’দের নিয়ন্ত্রক হাফিজরাই। গোয়েন্দা সূত্রে খবর, কেবলমাত্র জঙ্গি কার্যকলাপে পোক্ত করে তোলাই নয়, এই ধরনের গোষ্ঠীগুলিকে পরিকাঠামো ও প্রযুক্তিগত সাহায্যও জোগায় হাফিজ।
প্রসঙ্গত, মুম্বই হামলার পরেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় উঠে আসে হাফিজের নাম। রাষ্ট্রসংঘেও তাকে নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে। হাফিজের মাথার দাম এক কোটি ডলার ধার্য করেছে আমেরিকা। এবার পাকিস্তানেই তার বহাল তবিয়তে থাকার দাবি উঠল।
