সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মাটি বহুদিন ধরেই সন্ত্রাসবাদীদের 'আঁতুড়ঘর'! যে কারণে 'ধূসর তালিকা'-তেও ঢুকতে হয়েছিল তাদের। সন্ত্রাসে মদত দেওয়া হোক কিংবা জঙ্গি শিবির গড়তে নিজেদের মাটিকে ব্যবহার করতে দেওয়া- ইসলামাবাদ সত্যিই জঙ্গিদের 'স্বর্গ'! ফের তা নতুন করে প্রমাণ হয়ে গেল লস্কর-এ-তইবা ও হামাস নেতাদের সাম্প্রতিক বৈঠককে কেন্দ্র করে। পাকিস্তানের মাটিতে লস্কর-হামাস বৈঠক ঘিরে চাঞ্চল্য বাড়ছে।
প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস ও পাক মদতপুষ্ট লস্করের বৈঠকের খবর ছড়িয়ে পড়তেই আশঙ্কার মেঘ ঘনাচ্ছে। তাহলে কি ভারতে কোনও বড়সড় নাশকতার ছক তৈরি হচ্ছে! হামাসের সিনিয়র কমান্ডার নাজি জাহির পাকিস্তানের গুজরানওয়ালায় পাকিস্তান মারকাজি মুসলিম লিগ (পিএমএমএল) আয়োজিত একটি অনুষ্ঠানে লস্কর কমান্ডার রশিদ আলি সান্ধুর সঙ্গে দেখা করেন। এই পিএমএমএলকে লস্করের রাজনৈতিক শাখা বলেই মনে করা হয়।
বৈঠকের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, সেখানে জাহির এবং সান্ধুকে একই মঞ্চে দেখা গিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাহির গুজরানওয়ালায় পিএমএমএল-এর একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল। সান্ধু পিএমএমএল-এরই একজন ছদ্মবেশী নেতা। ভিডিও ছড়িয়ে পড়ার পর দুটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের ইঙ্গিত মিলছে।
বলে রাখা ভালো, এমন সময়ে বিষয়টি সামনে এল, যখন ট্রাম্প প্রশাসন আশা করছে যে, ভবিষ্যতে গাজায় নতুন স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী তৈরি হলে সেখানে পাকিস্তান তাদের সৈন্য পাঠাবে। ট্রাম্পের ২০-দফা গাজা পরিকল্পনা অনুযায়ী, দু'বছরেরও বেশি সময় ধরে যুদ্ধে বিধ্বস্ত প্যালেস্তিনীয় ভূখণ্ডে একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করা হবে। সেখানেই পাকিস্তানেরও অংশগ্রহণ চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে হামাস নেতার সেদেশে গিয়ে বৈঠক করার বিষয়টি সামনে এলে তিনি যে তা ভালো ভাবে নেবেন না তা বলাই বাহুল্য।
