shono
Advertisement
Russia-America

ট্রাম্পের কবজা তেলবাহী জাহাজ: টর্পেডো দিয়ে আমেরিকার বোটও ডোবানো হোক, পুতিনের কাছে আর্জি রুশ এমপির

আমেরিকার বিরুদ্ধে সামরিক প্রত্যাঘাতের দাবি রুশ এমপি-র।
Published By: Saurav NandiPosted: 05:17 PM Jan 08, 2026Updated: 08:05 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আটলান্টিক মহাসাগরে রাশিয়ার একটি তেলবাহী জাহাজকে ধাওয়া করে আটক করেছে আমেরিকার উপকূলরক্ষী বাহিনী। তা নিয়ে পালটা সুর চড়ালেন রাশিয়ার আইনসভার এক সদস্য। সামরিক পদক্ষেপ করেই আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত বলে দাবি করেছেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকের কাছে তাঁর আর্জি, টর্পেডো দিয়ে আমেরিকার উপকূলরক্ষী বাহিনীর বোটও ডোবানো হোক।

Advertisement

‘ম্যারিনেরা’ (সাবেক বেলা-১) নামে জাহাজটিকে পাহারা দিতে একটি সাবমেরিন-সহ নৌসেনা মোতায়েন করার চেষ্টা করছিল রাশিয়া। তা সত্ত্বেও রুশ তেলবাহী জাহাজটিকে কব্জা করে মার্কিন মেরিন কমান্ডো বাহিনী। আমেরিকার দাবি, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল পরিবহণ করছিল ম্যারিনেরা। মার্কিন ফেডেরাল আদালত থেকে জারি হওয়া পরোয়ানার ভিত্তিই রুশ জাহাজ দখল করেছে আমেরিকা।

পালটা মস্কের দাবি, আমেরিকা বেআইনি ভাবে তাদের জাহাজ আটকে রেখেছে। রুশ এমপি অ্যালেক্সেই জুরাভলেভের বক্তব্য, রাশিয়ারও উচিত আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত করা। তাঁর কথায়, "জলসীমা থেকে কয়েক হাজার কিলোমিটার এগিয়ে এসেছে পাহারা দেয় মার্কিন উপকূলরক্ষী বাহিনী। টর্পেডো দিয়ে ওদের বোটও ডুবিয়ে দেওয়া উচিত। ভেনেজুয়েলায় অভিযানের পর থেকেই বাড়াবাড়ি শুরু করেছে আমেরিকা। গায়ের জোরেই ওদের আটকানো দরকার।"

যদিও অ্যালেক্সেইয়ের মন্তব্যকে পুতিন সরকারের বিবৃতি বলে ধরে নেওয়া যায় না। অ্যালেক্সেই স্রেফ একজন এমপি মাত্র। তেলবাহী জাহাজ আমেরিকার দখলে যাওয়া নিয়ে রুশ বিদেশমন্ত্রক এখনও আলাদা করে প্রত্যাঘাতের কথা বলেনি। প্রসঙ্গত, তিন মার্কিন সেনাকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, তেলবাহী জাহাজটির উপর হামলা না-করার অনুরোধ করেছে মস্কো। একদা ইরানের তেল পরিবহণের কাজে ব্যবহৃত হত বেলা-১। পরবর্তী সময় ট্রাম্পের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজ়ুয়েলা সরকার এই ট্যাঙ্কারটিকে তেল পরিবহণের কাজে ব্যবহার করত বলে মার্কিন সংবাদমাধ্যমের দাবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আটলান্টিক মহাসাগরে রাশিয়ার একটি তেলবাহী জাহাজকে ধাওয়া করে আটক করেছে আমেরিকার উপকূলরক্ষী বাহিনী।
  • তা নিয়ে পালটা সুর চড়ালেন রাশিয়ার আইনসভার এক সদস্য।
  • সামরিক পদক্ষেপ করেই আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত বলে দাবি করেছেন তিনি।
Advertisement