shono
Advertisement
Priyanka Chopra

এবার জলদস্যু প্রিয়াঙ্কা, হলিউডের 'ব্লাডি মেরি'র লুক দেখে হাত কামড়াচ্ছে বলিউড!

'দ্য ব্লাফ'-এ রণং দেহি অবতারে ঝড় তুললেন 'বলিউডে কোণঠাসা' দেশি গার্ল।
Published By: Sandipta BhanjaPosted: 07:36 PM Jan 08, 2026Updated: 07:36 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর থেকেই মার্কিন মুলুকের বাসিন্দা প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে কোণঠাসা হওয়ার পর 'পাততাড়ি গুটিয়ে' দেশি গার্ল বর্তমানে হলিউডের জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। চুটিয়ে কাজ করছেন পশ্চিমী বিনোদুনিয়ায়। 'কোয়ান্টিকো' দিয়ে শুরু করেছিলেন। বছরখানেক বাদে সেই বিজয়রথ যে এখনও অব্যহত, তা বুঝিয়ে দিলেন 'দ্য ব্লাফ'-এর ফার্স্ট লুক প্রকাশ্যে এনে। যেখানে জলদস্যু 'ব্লাডি মেরি'র ভূমিকায় রণং দেহি অবতারে ঝড় তুলে দিয়েছেন প্রিয়াঙ্কা।

Advertisement

বছর দুয়েক আগেই সেট থেকে রক্তাক্ত চেহারার ছবি ফাঁস করে দেশি গার্ল জানান দিয়েছিলেন, এবার আরও সর্বনাশী খেলায় মাততে চলেছেন তিনি। বৃহস্পতিবার সেই 'ভয়ংকরী' লুক প্রকাশ্যে এনে রীতিমতো শোরোগোল ফেলে দিলেন অভিনেত্রী। কখনও রুক্ষ সমুদ্রতটে হলিউড অভিনেতা কার্ল আরবানের উপর তরবারি হাতে ঝাঁপিয়ে পড়তে দেখা গেল তাঁকে, তো কখনও বা আবার রক্তাক্ত চেহারায় আগ্রাসী অভিব্যক্তিতে নজর কাড়লেন প্রিয়াঙ্কা। যে লুক দেখে নায়িকার নামের পাশে 'লেডি জ্যাক স্প্যারো' তকমা সাঁটল পশ্চিমী বিনোদুনিয়াও। প্রিয়াঙ্কা অভিনীত 'দ্য ব্লাফ'-এর 'ব্লাডি মেরি' চরিত্রটি আদতে কেমন? নিজেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

সিনেমার বেশ কয়েকটি লুক শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, "মা, রক্ষক, জলদস্যু। আলাপ করুন 'ব্লাডি মেরি'র সঙ্গে।" জানা গিয়েছে, গল্পের পটভূমি উনিশ শতকের শেষ ভাগ। এই ছবিতে প্রিয়াঙ্কার চরিত্রের নাম এরসেল বডেন। একসময় তিনি ছিলেন দুর্ধর্ষ জলদস্যু। যাকে সবাই 'ব্লাডি মেরি' নামেই চিনত। কিন্তু জলদস্যুর জীবন ছেড়ে পরবর্তীতে তিনি ক্যারিবিয়ান দ্বীপে নতুন করে জীবন শুরু করেন। যেখানে শুরু হয় তাঁর মাতৃত্বের ইনিংস। কিন্তু পুরোনো দলের সদস্যরা তাকে খুঁজে বের করলে আবারও 'ব্লাডি মেরি'কে ফিরে যেতে হয় সেই সহিংস জগতে। প্রিয়াঙ্কার এহেন লুক দেখে উচ্ছ্বসিত স্বামী নিক জোনাসও।

আগামী ২৫ ফেব্রুয়ারি প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার দুরন্ত অ্যাকশনধর্মী সিনেমা 'দ্য ব্লাফ'। তার প্রাক্কালেই এই লুক দেখে প্রশংসা এসেছে বলিউডের কতিপয় ব্যক্তিত্বের তরফেও। নিন্দুকদের দাবি, বলিউডে কোণঠাসা হলেও হলিউডি সিনেমা দিয়েই অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন, তাঁকে দমিয়ে রাখা যাবে না। শোনা যায়, কিং খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন চাউর হতেই নাকি বছর খানেক আগে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন প্রিয়াঙ্কা। ফলত হলিউডে নিজের নিজের পায়ের তলার জমি শক্ত করতে কম কসরত হয়নি নায়িকাকে। সেই সূত্রেই এবার 'দ্য ব্লাফ' লুক দেখে সিনেপ্রেমীদের একাংশের মত, ভালো অভিনেত্রীকে হাতছাড়া করায় এখন হাত কামড়াতে হচ্ছে বলিউডকে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জলদস্যু 'ব্লাডি মেরি'র ভূমিকায় রণং দেহি অবতারে ঝড় তুলে দিয়েছেন প্রিয়াঙ্কা।
  • যে লুক দেখে নায়িকার নামের পাশে 'লেডি জ্যাক স্প্যারো' তকমা সাঁটল পশ্চিমী বিনোদুনিয়াও।
  • আগামী ২৫ ফেব্রুয়ারি প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার দুরন্ত অ্যাকশনধর্মী সিনেমা 'দ্য ব্লাফ'।
Advertisement